এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার কি তবে দল ছাড়তে চলেছেন বিজেপির এই দাপুটে নেত্রী? রাজ্য সভাপতির বক্তব্যে বাড়ছে জল্পনা

এবার কি তবে দল ছাড়তে চলেছেন বিজেপির এই দাপুটে নেত্রী? রাজ্য সভাপতির বক্তব্যে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগদানের একমুখী স্রোত চলেছিল। কিন্তু সম্প্রতি চলছে বিজেপিতে ভাঙ্গনের স্রোত। একের পর এক নেতা-নেত্রী-কর্মী দল ছাড়তে শুরু করেছেন। এই পরিস্থিতিতে রাখি পূর্ণিমার দিন মদন মিত্রের সঙ্গে ফেসবুক লাইভে দেখা গিয়েছিল হেভিওয়েট বিজেপি নেত্রী তথা টলিউড অভিনেত্রী রিমঝিম মিত্রকে। যে ঘটনা নিয়ে তীব্র জল্পনা ছড়িয়ে ছিল। এরপর গতকাল রিমঝিম মিত্র জানিয়েছেন যে, তাঁর অনেক বন্ধুরাই তৃণমূলে চলে গেছেন। এবার তাঁকেও অন্য কিছু ভাবতে হবে। এবার, এ বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে রিমঝিম মিত্র প্রসঙ্গে তিনি জানালেন যে, অনেকদিন আগেই তিনি বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন। কারো যদি ভালো না লাগে তবে তিনি দল ছাড়তে পারেন। যেখানে ভাল লাগে, সেখানে যেতে পারেন তিনি। এতে দলের কোনো কিছু আসে যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার অভিযোগ উঠেছে, দলের কাছে তিনি সম্মান পাননি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান যে, কাউকেই অসম্মান করা হয়নি। কেউ যদি মনে করেন যে, সম্মান পাচ্ছেন না, তাহলে কি করা যাবে? দলের সমস্ত কর্মীকে সম্মান দেওয়া হয়। দলের সকলের সমান গুরুত্ব আছে।
এরপর নাম না করেও রিমঝিম মিত্রকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, নির্বাচনের পর যাদের মুখ দেখা যায় না, তাদের সম্মান-অসম্মানের কি আছে? বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য থেকে অনেকেই মনে করছেন রিমঝিম মিত্রের এবার বিজেপি ছাড়া শুধু মাত্র সময়ের অপেক্ষা।

যেকোন সময় বিজেপি ছেড়ে তিনি যোগদান করতে পারেন তৃণমূলে। কারণ, গতকাল তিনি নিজেই জানিয়েছেন যে, যেখানে তিনি যোগ্য সম্মান পাবেন, সেখানেই তিনি রাজনীতি করবেন। তাঁর অনেক বন্ধু তৃণমূলে চলে গেছেন। তাই এবার তাকেও অন্য কিছু ভাবতে হবে। যখন কোন দল তিনি করছেন, নিশ্চয়ই তার চিন্তা ধারার সঙ্গে বিশ্বাস রেখেই কাজ করছেন তিনি। কিন্তু তিনি গুরুত্ব পাচ্ছেন না। দলের বৈঠকে তাকে আমন্ত্রণ করা হয় না বলেও, অভিযোগ করেছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!