এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা চেয়ে বসলেন তৃণমূল সাংসদ, কেন? জল্পনা তুঙ্গে

এবার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা চেয়ে বসলেন তৃণমূল সাংসদ, কেন? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই গেরুয়া শিবিরে একের পর এক ভাঙন দেখা দিয়েছে। একই ছবি দেখা গিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে। সে সময় তৃণমূল থেকে বহু নেতাকর্মী, সাংসদ, বিধায়ক পদ্ম শিবিরে জায়গা খুঁজে নিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অন্যতম তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরে যাওয়ার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক আক্রমণাত্মক কথা বলেন। এমনকি বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানেও নামেন তিনি। যদিও হেরে যান। কিন্তু বিধানসভার নির্বাচনে তৃণমূল ব্যাপকভাবে জয় নিয়ে ফিরে আসে রাজ্য শাসন করতে।

আর তারপরে রাতারাতি বদলে যায় তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যাওয়া বেশিরভাগেরই মন। একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার জন্য আবেদন করতে থাকেন সবাই। গেরুয়া শিবিরে প্রথম বড় ভাঙন তৈরি করেন মুকুল রায়। এরপর তাকে অনুসরণ করে অনেকেই এসেছেন। এমনকি বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় পর্যন্ত তৃণমূলে চলে এসেছেন। তবে এই মুহূর্তে দলবদলু নেতা হিসেবে যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে, তিনি হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কার্যত রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসা নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন তৈরি হয়েছিল। এবং তখন থেকেই তৃণমূলের একাংশ রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসার বিরুদ্ধে ছিলেন।

কিন্তু তা সত্বেও অভিষেক ব্যানার্জির হাত ধরে গত রবিবার ত্রিপুরা থেকে তৃণমূলে পদার্পণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির ছেড়ে আসায় তাঁর বিরুদ্ধে যেমন বিজেপি হেভিওয়েটরা কটাক্ষ করছেন, ঠিক সেভাবেই তৃণমূলের অনেকেই রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে আসা ঠিকভাবে মেনে নিতে পারেননি। আর তৃণমূলের সমালোচকদের মধ্যে অন্যতম হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পর তিনিই প্রথম প্রকাশ্যে তাঁকে ব্যাপক কটাক্ষ করেছিলেন। আর এবার ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে আরও একবার আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার তিনি একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন এবং সেখানেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসা নিয়ে আরো একবার তীব্র কটাক্ষ করেন। তার সেই কটাক্ষ প্রসঙ্গে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে রীতিমতো ক্ষমা চেয়ে নেন প্রকাশ্যে। এ প্রসঙ্গে বলতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন তৃণমূল ছেড়ে চলে যাওয়া নেতাদের বিরুদ্ধে। সে কথা বলে শ্লেষ মিশ্রিত কন্ঠে তিনি শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমা চেয়েছেন। পাল্টা সংশয় প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীও কোন দিন তৃণমূলে চলে আসবেন তা নিয়ে। একইসাথে দলের প্রতি ক্ষোভ ফুটে উঠেছে তাঁর কণ্ঠে।

সব মিলিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসলেও দলের অন্যান্যরা যে তাঁকে খুব একটা ভালো মনে গ্রহণ করেননি, সে কথা পরিষ্কার। পাশাপাশি উপনির্বাচনে তৃণমূল ফাটাফাটি ফল করলেও তাঁদের অস্বস্তি কিন্তু কাটছে না রাজীব বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে দলের ক্ষোভ নিয়ে। ইতিমধ্যেই অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দলের অন্যান্যদের আশ্বস্ত করার। তবে অস্বস্তি যে একটা রয়েই গেছে সে কথা এক বাক্যে স্বীকার করা যায়। এই পরিস্থিতি সামাল দিতে তৃণমূল কি ব্যবস্থা গ্রহণ করবে? এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলে নিজেকে কিভাবে প্রমাণ করবেন? সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!