এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইডির দপ্তরে অভিষেক, মোদী-মমতার সমঝোতার তথ্য ফাঁস!

ইডির দপ্তরে অভিষেক, মোদী-মমতার সমঝোতার তথ্য ফাঁস!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কয়লা পাচারের ঘটনায় বর্তমানে ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলের সঙ্গে কোনো সেটিং হয়নি বিজেপির। তাই সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সমঝোতা নিয়ে বড় তথ্য ফাঁস করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কংগ্রেস নেতা বলেন, “নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। তৃণমূল এখন কিছু পাচ্ছে না। তাই ভাইপোকে মিস্টার ক্লিন সাজানোর চেষ্টা করছে। সেই কারণে ইডি তাকে ডেকেছে। আর তিনি সেখানে উপস্থিত হয়েছেন। একটু নাড়াচাড়া করে দেখানোর চেষ্টা হচ্ছে যে, আমাদের মধ্যে কিছু নেই। কিন্তু এটাতে তৃণমূলকে ইডির বিরুদ্ধে রাস্তায় নামার জায়গা করে দিচ্ছে বিজেপি।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থা তলব করলেও ভেতরে ভেতরে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সমঝোতা রয়েছে, তা তুলে ধরার চেষ্টা করলেন অধীর চৌধুরী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!