এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এই কারণেই পেট্রোল-ডিজেল নিয়ে ময়দানে নামছে বিজেপি ! পর্দাফাঁস তৃণমূলের!

এই কারণেই পেট্রোল-ডিজেল নিয়ে ময়দানে নামছে বিজেপি ! পর্দাফাঁস তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি কমাতে পদক্ষেপ গ্রহণ করেছে। করে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তারপর থেকেই রাজ্য সরকার কেন সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে না, তা নিয়ে ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে লাগাতার আন্দোলনে নামার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই ব্যাপারে বিজেপির পাপ রয়েছে, তাই পাপ ঢাকার জন্য তারা এই সমস্ত কাজ করছে বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিজেপির এই আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “পেট্রোপণ্যের দামবৃদ্ধির বিরুদ্ধে এই রাজ্যের বিজেপি রাস্তায় নেমে যে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে, তা নাটক ছাড়া আর কিছু নয়। আসলে বিজেপি তার পাপ ঢাকার জন্য এই ধরনের বিভিন্ন কর্মসূচি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ওরা যদি সত্যি মানুষের কথা ভেবে পেট্রোল-ডিজেলের দাম কমাতে চাইত, তাহলে ওরা পরিশোধনের মূল্য ছেড়ে দিলে দেশে পেট্রোলের দাম 60 টাকা হত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের করে কেন ছাড় দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোকে। কিন্তু সম্প্রতি এই ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজ্য সরকার কেন তাদের শুল্ক ছাড়ছে না, তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।

যার ফলে অনেকটাই চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। লাগাতার আন্দোলন শুরু করেছে বিরোধী দল বিজেপি। তাই এই পরিস্থিতিতে গোটা বিষয়কে “নাটক” বলে বিজেপির এই আন্দোলন নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বভাবতই ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!