এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের আগে গ্রামোন্নয়নে বড়সড় পদক্ষেপ মমতা সরকারের! জেনে নিন

একুশের আগে গ্রামোন্নয়নে বড়সড় পদক্ষেপ মমতা সরকারের! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতায় বসার পর থেকেই মিনি মহাকরণ নিয়ে জেলায় জেলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শহর এবং গ্রামের উন্নতিতে নানা প্রকল্প নিতে দেখা যায় বর্তমান মা-মাটি-মানুষের সরকারকে। তবে নানা প্রকল্প রাজ্য সরকার চালু করলেও, সেখানে ব্যাপক দুর্নীতি, স্বজনপোষনের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা‌। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। যখন বিজেপির প্রভাব বাড়ছে, তখন তৃণমূল কংগ্রেসকে যদি আবার ক্ষমতায় ফিরতে হয়, তাহলে সেই উন্নয়নের ওপর ভর করেই ফিরতে হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তাই এবার গ্রামোন্নয়নের ওপর বাড়তি জোর দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গেছে, আগামী দু’মাসের মধ্যে রাজ্যের পিছিয়ে পড়া গ্রামগুলোকে প্রথম সারিতে নিয়ে আসার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত দপ্তরের সমীক্ষা অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে 646 টি গ্রাম পঞ্চায়েত পিছিয়ে রয়েছে। যেখানে তারা পর্যাপ্ত টাকা খরচ করতে পারেনি। তাই এবার সেই অনুন্নত গ্রামগুলোকে উন্নত করার জন্য উদ্যোগ গ্রহণ করছে রাজ্য প্রশাসন। কিন্তু এই পিছিয়ে পড়া গ্রামগুলোর উন্নতিকরণ কিভাবে হবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, পানীয় জলের সমস্যা মেটানো থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, টেন্ডার প্রক্রিয়ায়স্বচ্ছতা আনা ইত্যাদি বিষয়ের উপর সবথেকে বেশি জোর দেওয়া হবে। এদিন এই প্রসঙ্গে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক বলেন, “বেশ কয়েকটি মাপকাঠির উপর নির্ভর করে, কোন পঞ্চায়েত কতটা এগিয়ে কিংবা পিছিয়ে‌। তাতে যে সব গ্রাম পঞ্চায়েত পিছিয়ে পড়েছে, তার একটি তালিকা তৈরি হয়েছে। সেই মত পরিকল্পনা গৃহীত হয়েছে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি 18 টি আসন পেলেও মমতা বন্দোপাধ্যায়ের দল কংগ্রেসের 22 টা আসন পেয়েছে। যার পেছনে রয়েছে গ্রামের মানুষের বিপুল সমর্থন।

শহরের মানুষের মনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত তৈরী হলেও গ্রামের মানুষ এখনও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন। তবে ধীরে ধীরে যখন বিজেপি সেই গ্রামের মানুষের মনেও প্রবেশ করতে শুরু করেছে, তখন সেখানকার জনসাধারণকে উন্নয়নের মধ্যে দিয়ে নিজেদের দিকে টানতে উদ্যোগী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এর গোটা সুফল আগামী দিনে নিজেদের ভোটব্যাংকে তুলতে চান তৃণমূল নেত্রী বলে দাবি ওয়াকিবহাল মহলের। এখন গ্রামোন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই উদ্যোগের ফলে সত্যি সত্যি গ্রামের মানুষরা উপকৃত হন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!