এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বৈঠক, আজই কি ফাইনাল সিদ্ধান্ত? জল্পনা চরমে!

ফের শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বৈঠক, আজই কি ফাইনাল সিদ্ধান্ত? জল্পনা চরমে!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসেৎথাকলেও এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হলেও দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বজায় রাখতে দেখা গেছে তাকে। দলীয় বৈঠক থেকে শুরু করে প্রশাসনিক বৈঠক কোনোখানে উপস্থিত হননি রাজ্যের পরিবহনমন্ত্রী। উল্টে বিভিন্ন অরাজনৈতিক সভায় উপস্থিত থাকতে দেখা গেছে তাকে। যেখানে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর আচরণ নিয়ে তৃণমূলের পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে জল্পনা ছড়িয়ে পড়েছিল। অনেকেই দাবি করতে শুরু করেছিলেন, তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল হওয়ার পর তেমন কোনো দায়িত্ব পাননি শুভেন্দু অধিকারী। তাই এখন দলের সঙ্গে দূরত্ব স্থাপন করে তিনি ভবিষ্যতের জন্য বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন। স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে সেই জল্পনা চরম আকার ধারণ করে।

তবে শুভেন্দু অধিকারী যদি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, তাহলে তৃণমূলের পক্ষে যে তা ভয়ঙ্কর সমস্যার কারণ হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর তা বুঝতে পেরেই সাম্প্রতিককালে তৃণমূলের পক্ষ থেকে প্রবীণ সাংসদ সৌগত রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তার মান ভাঙানোর জন্য আলোচনা শুরু করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

ইতিমধ্যেই এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আজ আবার সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের। সূত্রের খবর, আজ বিকেলে শুভেন্দুবাবুর সঙ্গে তৃণমূল সাংসদের বৈঠক হওয়ার কথা। স্বভাবতই দীর্ঘদিন শুভেন্দুবাবুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে এদিনের বৈঠকের পর বরফ গলে কিনা, তা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে।

বস্তুত, 19 শে নভেম্বরের সভা থেকে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন বলে মনে করা হয়েছিল। সেই মত রামনগরের সভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন। তবে নীতি আদর্শ ত্যাগ করার লোক যে তিনি নন, তাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য সৌগত রায়ের পক্ষ থেকে তার সঙ্গে একটি আলোচনা করা হয়েছে। যে আলোচনায় শুভেন্দু অধিকারী দলের বেশ কিছু বিষয় তুলে ধরে সৌগতবাবুকে প্রস্তাব দিয়েছেন। তবে সেই সমস্ত প্রস্তাব তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে মেনে নেওয়া আদৌ সম্ভব কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। স্বাভাবিক ভাবেই এমত পরিস্থিতিতে আজ আবার সেই শুভেন্দু অধিকারী সৌগত রায়কে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে।

একাংশ বলছেন, তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি দলে যদি সব থেকে বেশি জনপ্রিয়তা কারও থেকে থাকে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই শুভেন্দুবাবুর প্রচুর অনুগামী রয়েছেন। তাই তিনি যদি দলত্যাগ করেন, তাহলে তৃণমূলের অনেক কর্মী সমর্থক থেকে শুরু করে হেভিওয়েট জনপ্রতিনিধিরা তার পথে পা বাড়াতে শুরু করবেন।

যার ফলে ব্যাপক অস্বস্তিতে পড়বে শাসকদল। তাই এই পরিস্থিতিতে সৌগত রায়ের মত প্রবীণ তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর জন্য আজ আবার বৈঠকে বসতে চলেছেন। তবে শেষ পর্যন্ত সেই বৈঠক কতটা ফলপ্রসূ হয়, আদৌ বরফ গলে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!