এখন পড়ছেন
হোম > জাতীয় > গণধর্ষণকাণ্ডে সাজা দিল আদালত! জেনে নিন!

গণধর্ষণকাণ্ডে সাজা দিল আদালত! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -উত্তরপ্রদেশের হাথরাসের গণধর্ষণের ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। আর এর মাঝেই রাজস্থানের আলোয়ারে গতবছর হওয়া গণধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণা করল বিশেষ আদালত। সূত্রের খবর, মঙ্গলবার আলোয়ারের একটি আদালতের পক্ষ থেকে এই সাজা ঘোষণা করা হয়েছে। যেখানে পাঁচ অপরাধীর মধ্যে চারজনের যাবজ্জীবন সাজা হয়েছে। আর একজনকে পাঁচ বছরের জেলের সাজা দিয়েছে আদালত। স্বাভাবিক ভাবেই দেশজুড়ে এক গণধর্ষণের ঘটনায় যখন শোরগোল পড়ে গিয়েছে, তখন এক বছর আগে হওয়া গণধর্ষণকাণ্ডের রায় দিয়ে পাঁচ অপরাধীর সাজা ঘোষণা করল আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের 19 বছরের এক দলিত তরুণীকে তার স্বামীর সামনেই 5 অভিযুক্ত গণধর্ষণ করেছিল। জানা যায়, গত বছর 26 এপ্রিল থানাগাছি-আলোয়ার বাইপাসের ওপর এই ঘটনা ঘটে। আর এর পরেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়ায় তা ভিডিও করে ছেড়ে দেয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরই আইটি অ্যাক্টে অভিযুক্ত সেই ব্যক্তিকে 5 বছরের জন্য সাজা ঘোষণা করে আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার বাকি 4 অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আলোয়ার আদালত। পাশাপাশি আদালতের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে দোষীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একাংশের অভিযোগ, যখন এই ঘটনা ঘটেছিল তখন পুলিশের পক্ষ থেকে এফআইআর নেওয়া হয়নি। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও ভাইরাল না হওয়ার আগে কেউ কোনো ব্যবস্থা নিতে চায়নি বলে অভিযোগ করেছিল নির্যাতিতার পরিবার।

তবে তারপর বহু দিন পেরিয়ে যাওয়ার পর 18 মে এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হয়। যেখানে এক নাবালক সহ মোট 5 জন ব্যক্তিকে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত বলে দাবি করা হয়। যেখানে চারজন এই ঘটনার সঙ্গে যুক্ত হলেও, বাকি একজন ভিডিও করেছে বলে জানা যায়। তবে পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ার জন্য এই তদন্ত চলার সময় রাজস্থান সরকারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ সুপারকে সেই এলাকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও থানাগাছির স্টেশন হাউস অফিসার সর্দার সিংকে সাসপেন্ড করা হয়। যেখানে তার বিরুদ্ধে দায়সারা ভাবে তদন্ত করার অভিযোগ উঠেছিল। আর এবার আলোয়ারা ধর্ষণকাণ্ডে পাঁচ অপরাধীর সাজা ঘোষণা করে দিল আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!