এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎ করেই দিল্লিতে শুভেন্দু, নেপথ্যে রয়েছে বড় অঙ্ক? তুলকালাম কাণ্ড!

হঠাৎ করেই দিল্লিতে শুভেন্দু, নেপথ্যে রয়েছে বড় অঙ্ক? তুলকালাম কাণ্ড!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যখন রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আসলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, যখন এক দেশ এক ভোট নিয়ে বৈঠকের জন্য দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার আগেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবুর এই দিল্লি সফর নিয়েও এবার গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে‌। অবশ্য হবে নাই বা কেন! লোকসভা ভোট এবং তার তৎপরতা ঘিরে যখন প্রতিমুহূর্তে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে টাইট দিতে তৎপর শুভেন্দুবাবু, তখন তার এই দিল্লি সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে সব থেকে বড় প্রশ্ন এটাই যে, দিল্লীতে তো শুভেন্দু অধিকারী গেলেন। কিন্তু তাকে কি ডেকে পাঠানো হয়েছে! নাকি স্বেচ্ছায় তিনি দিল্লি গিয়েছেন এই সরকারকে জব্দ করার জন্য! এখনও পর্যন্ত এই বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে দিনভর শুভেন্দু অধিকারীর কর্মসূচি এবং কার কার সঙ্গে তিনি দেখা করেন এবং সেখান থেকে কি নির্যাস বেরিয়ে আসে, তা নিয়ে অবশ্যই চর্চা থাকবে রাজনৈতিক মহলের। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যা জানা যাচ্ছে, তা চমকে যাওয়ার মত। যেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন, সেখানে তারপরেই দিল্লি পৌঁছে শুভেন্দু অধিকারী প্রথম যে পদক্ষেপটি নিচ্ছেন, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কি বিষয়ে কথা হবে দুজনের মধ্যে? অনেকে বলছেন, বিষয় অনেক রয়েছে। রাজ্যের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়া নিয়ে যখন তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে, তখন সেই বিষয় নিয়েও কথা হতে পারে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার পরিস্থিতি কেমন, তা নিয়েও অমিত শাহের সঙ্গে কথা বলতে পারেন। আর সবথেকে বেশি গুঞ্জন ছড়িয়েছে যে বিষয় নিয়ে, যে, রাজ্যপাল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিছুদিন আগেই কথা বলেছেন বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। তাহলে কি বাংলার জন্য কোনো কড়া স্টেপের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার? আর সেই ব্যাপারে কি এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে বঙ্গ বিজেপির সেখানে কি রোল হবে; কিভাবে সেই নিয়ে বাংলার বিজেপি ভূমিকা গ্রহণ করবে, সেটা নিয়েও কি মন্ত্র দেবেন অমিত শাহ! যদি তাই হয়, তাহলে এবার বড় কিছু একটা ঘটতে চলেছে বঙ্গ রাজনীতিতে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

বিজেপির দাবি, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কি বিষয়ে কথা হবে, সেটা সময় বলবে। কিন্তু বাংলার পরিস্থিতি ভালো নেই। আর সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারও যথেষ্ট চিন্তিত। চুরি, দুর্নীতি করে আইনকে সবসময় চ্যালেঞ্জ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই এদের বিদায় দেওয়া খুব প্রয়োজন। তবে এই সময় আসতে খুব বেশি দেরি নেই বলেই দাবি গেরুয়া শিবিরের।পর্যবেক্ষকদের মতে, অমিত শাহের ডাক থাকুক বা নিজের যাওয়া, শুভেন্দু অধিকারীর এবারের দিল্লি সফর প্রত্যেক বারের থেকে অন্যরকম। রাজ্য যখন তোলপাড়, তখন শুভেন্দু অধিকারীর এই দিল্লি চলে যাওয়া আশার আলো দেখাচ্ছে বিরোধীদের মধ্যে। অনেকেই বলছেন, ঝাড়খন্ডে তো মাথা ধরা পড়লো, বাংলাতে কবে হবে? কবে চোরেদের মহারানীর জেলযাত্রা দেখবে বাংলার মানুষ! যদি সত্যিই সেরকম কোনো বিষয়ে কথা হয়, তাহলে ভবিষ্যৎ যে অত্যন্ত ভালো হতে চলেছে বাংলার জন্য, সেই ব্যাপারে দ্বিমত নেই কারও মধ্যেই। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!