ঈদের আবহে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ও অবস্থান স্পষ্ট করে দিলেন PM মোদী আন্তর্জাতিক জাতীয় August 2, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গতকাল ছিল খুশির ঈদ। বিশ্বজুড়ে ইসলাম ধর্মালম্বী মানুষদের কাছে এই দিনটি বিশেষ আনন্দের। প্রতিবছর ঘটা করে আজকের এই শুভ উৎসবের পালন করে থাকেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। তবে, করোনা সংক্রমণের কারণে, এবারে এই উৎসবটির ঔজ্জ্বল্য বেশ কিছটা কম। এই ঈদ উপলক্ষে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “, দু’দেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ রয়েছে।” প্রসঙ্গত, দেশ স্বাধীনের পূর্বে বাংলাদেশ ভারতেরই অঙ্গ ছিল। রাজনৈতিক কারণে ইংরেজদের হাতে দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল এই অংশটি। তারপর, ভারতেরই সাহচর্যে ১৯৭১ সালে আত্মপ্রকাশ এই বাংলাদেশের। আজও এই বাংলাদেশ বা পূর্ববাংলার সঙ্গে ভাষাগত ও গভীর সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের। ভারতের সঙ্গে তার প্রতিবেশী এই দেশটির রয়েছে এক মধুর সম্পর্ক ও পারস্পরিক সাহচর্য। শেখ হাসিনার প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা এই মনোভাবেরই প্রকাশক। এছাড়া, যুগ-যুগান্তর ধরে ভারত মেনে চলে ‘বসুদেব কুটুম্বকম’ -এর মহান আদর্শ। আর তাই ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সর্বদা মধুর সম্পর্ক গড়ে তোলার প্রয়াসী। ভারতের শত্রূুমনোভাবাপন্ন কিছু প্রতিবেশী ভারতের এই আদর্শের প্রতি যথাযথ ভাবে অনবহিত থাকার কারণেই হয়তো তারা বিরোধ বাধায় ভারতের সঙ্গে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন প্রধানমন্ত্রী বাংলাদের স্বাস্থ্যব্যবস্থার প্রতিও প্রশংসাজ্ঞাপন করেছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি বাংলাদেশকে সবরকম সাহায্যদানের পাশাপাশি দেশটির পশে থাকার আশ্বাসও দিয়েছেন। প্রধানমন্ত্রীর কথায়, “শান্তির বার্তা যেন ছড়িয়ে পড়ে এই উৎসবের মাধ্যমে। একই সঙ্গে দুই দেশের সমাজে সংহতি গড়ে উঠুক, দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হোক।” প্রসঙ্গত, ভারতের প্রতিবেশী অপর এক মুসলিম ধর্মাবলম্বী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ঈদের কোন শুভেচ্ছা জানান নি প্রধানমন্ত্রী। সম্ভবত, বর্তমানের চীন পাকিস্তান এর দ্বৈত ভারত বিরোধিতার আবহে প্রতিবেশী বাংলাদেশকে ঈদের শুভেচ্ছে বার্তা তথা বন্ধুত্বের বার্তা প্রেরণ করে, সেই সঙ্গে পাকিস্তানকে তা না করে চীন-পাকিস্তানকে এক বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী, এমনটাই বিভিন্ন মহলের জল্পনা। আপনার মতামত জানান -