এখন পড়ছেন
হোম > জাতীয় > আর আস্থা নেই তাঁর স্ট্যাটেজিতে! বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য ছাড়তে চলেছে পিকের টীম?

আর আস্থা নেই তাঁর স্ট্যাটেজিতে! বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য ছাড়তে চলেছে পিকের টীম?


নীতিশ কুমারের সঙ্গ ত্যাগ করার পর থেকেই সংকটের মুখে পড়েছেন জেডিইউ এর প্রাক্তন সহ সভাপতি প্রশান্ত কিশোর। জানা গেছে নীতিশ কুমার এর থেকে আলাদা হয়ে প্রশান্ত কিশোর সম্প্রতি ‘বাত বিহার কি’ নামক একটি অভিযানের মাধ্যমে বিহারের যুবসমাজকে তার দলে শামিল করার চেষ্টা শুরু করেন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে ‘বাত বিহার কি’ অভিযানে প্রশান্ত কিশোর অনলাইনের মাধ্যমে মেম্বারশিপ দেওয়ার ব্যবস্থা করেছিলেন।

পাশাপাশি তিনি রাজ্যের অন্যান্য দলগুলিতে শামিল হওয়ার চেষ্টা করলে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফে কোনরকম সাড়া মেলেনি বলেও বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে সিঁদুরে মেঘ দেখছেন প্রশান্ত কিশোর বা পিকে বলে জল্পনা রাজনৈতিক মহলে। প্রসঙ্গত জানা গেছে এই পরিস্থিতিতে পিকে তার নিজস্ব সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সুতো গোটানোর প্রক্রিয়া চালু করে দিয়েছেন বিহারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পিকে তার সংস্থার সদস্যদের জানিয়ে দিয়েছেন যেহেতু কোনো রাজনৈতিক দলই তাকে এই মুহূর্তে কাজ দিচ্ছে না তাই বিহারে হাতেগোনা কয়েকজন এই সংস্থায় কর্মরত থাকবেন। কাজ মিটে গেলে পরবর্তী ক্ষেত্রে তাদের বিহারের বাইরে চলে যেতে হবে। যদিও এই নিয়ে সরকারিভাবে কেউই মুখ খুলছেন না। কিন্তু জানা গেছে ইতিমধ্যেই প্রশান্ত কিশোর তার সংস্থার পাটনা ব্রাঞ্চের বেশিরভাগ সদস্যকেই মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে স্থানান্তরিত করতে শুরু করে দিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে পিকের এই ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির(I-PAC) পাটনা ব্রাঞ্চের ২৫০ জন কর্মচারীর মধ্যে ৭৫% সেন্ট্রাল টিম এবং এর মধ্যে প্রায় দেড়শ জনেরও বেশি রিসার্চিং এবং মনিটরিংয়ের কাজে নিযুক্ত। জানা গেছে গত নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল প্রশান্ত কিশোরকে কাজ দিতে পারত, তারা কেউই এখন আর বিহার নির্বাচনের আগে কাজ দিতে আগ্রহী নয়। এমনকি সূত্রের খবর পিকের নয়া অভিযান ‘বাত বিহার কি’-এর মাধ্যমে তিনি বিহারের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু বর্তমানে সেখান থেকেও কোনরকম সাড়া মিলছে না।

ফলত আশঙ্কার ভাঁজ দেখা গেছে পিকের কপালে বলে জল্পনা বিহারের রাজনীতিতে। জানা গেছে সম্প্রতি ঘটে যাওয়া আইপ্যাকের একটি বোর্ড মিটিংয়ে সংস্থার সদস্যরা জানিয়েছেন মূলত নীতিশ কুমারের সঙ্গ বিচ্ছেদের কারণেই পিকেকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। যদিও এই পরিস্থিতিতেও মনোবল হারাননি সংস্থার সদস্যরা। এখনো তারা আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। বিহার নির্বাচনের আগেই বিরোধী জোটের ভরসা হয়ে উঠবেন এবং আবার স্বমহিমায় প্রত্যাবর্তন করবেন টীম পিকে বলেই আশা করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!