এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > জনজীবনে কতটা প্রভাব ফেলছে বামেদের ডাকা বন্ধ? কতটা সচল পরিবহন? আসুন জেনে নিন

জনজীবনে কতটা প্রভাব ফেলছে বামেদের ডাকা বন্ধ? কতটা সচল পরিবহন? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বামেদের করা নবান্ন অভিযানে পুলিশের নির্যাতনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধ ডেকেছেন বাম নেতৃত্ব। তাঁদের ডাকা বনধকে সমর্থন করেছেন কংগ্রেস নেতৃত্ব ও আব্বাস সিদ্দিকি। আজ বামেদের ডাকা বনধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে রাজ্যজুড়ে।দআজ শিয়ালদহ, হাওড়া স্টেশনের ভিড় অন্যদিনের তুলনায় যথেষ্টই কম দেখা যাচ্ছে।

শিয়ালদা- বনগাঁ শাখা রেল চলাচল বিপর্যস্ত। বিড়া-গুমা স্টেশনে ধর্মঘটের কারণে আটকে যায় লোকাল ট্রেন। ডোমজুড় থানার সামনে হাওড়া আমতা রোডে বাম কর্মী-সমর্থকরা রাস্তা বন্ধ করে খেলছেন ফুটবল। লেকটাউনে কালিন্দি-যশোর রোড অবরোধ করা হয়েছে। উত্তরপাড়ায় জিটি রোডের উপর ফুটবল খেলতে দেখা যাচ্ছে বাম কর্মীদের।

আজ সকালে কোচবিহার শহরের কেশব রোডে বন্ধের সমর্থনের রাস্তায় টায়ার জ্বালালেন বাম কর্মী ও সমর্থকরা। পুলিশের চেষ্টায় পরে আগুন নেভানো হয়। কোচবিহার জেলায় বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সরকারি বাস চলছে । বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা বেশ কিছু বাস আটকে দিয়েছেন। বনধকে কেন্দ্র করে কোচবিহার শহরে তৃণমূল ও বাম কর্মীদের সংঘর্ষ বাঁধার সম্ভাবনা ছিল। তবে পুলিশের চেষ্টায় তা রোধ করা সম্ভব হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাদবপুরের এইট বিতে মিছিল করতে দেখা গেল সিপিএম কর্মীদের। ডায়মন্ডহারবার লাইনে দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে ওভারহেড তারে বাম কর্মী ও সমর্থকরা কলাপাতা ফেলে দিয়ে ট্রেন চলাচল বিপর্যস্ত করেছেন। উল্টোডাঙ্গাতে বামের বহু কর্মী-সমর্থকরা রাস্তায় বসে রাস্তা আটকে দিয়েছেন। ফুটবল খেলেছেন কেউ কেউ রাস্তায়। ডোমজুড় স্টেশনে ট্রেন আটকে দেওয়া হয়েছে।

ক্যানিং হাসপাতালের সামনের রাস্তায় ক্যারামবোর্ড খেলতে দেখা গেল বাম কর্মী-সমর্থকদের। এরফলে রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। দেগঙ্গার বেড়াচাঁপায় বিডিও অফিসের সামনে বাম কংগ্রেস কর্মী সমর্থকরা টাকি রোড অবরোধ করে দেন। মধ্যমগ্রাম উড়ালপুলের কাছে সোদপুর বারাসাত রোড আটকাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে বাম কর্মী সমর্থকদের।

আসানসোলে আটো থেকে যাত্রীদের নামিয়ে দিতে দেখা যায় বাম কর্মী সমর্থকদের। দক্ষিণ বারাসাতের কুলপি রোড এলাকায় রাস্তায় বেঞ্চ ফেলে রাস্তা অবরোধ করলেন বাম কর্মী ও সমর্থকরা। অশোকনগর স্টেশনে আটকে দিলেন তাঁরা মাতৃভূমি লোকাল। হুগলির পান্ডুয়া স্টেশনে রেল আটকে দিলেন বাম কর্মী সমর্থকরা। পান্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেনের নেতৃত্বে রেল অবরোধ করলেন তাঁরা। আবার কাঁচরাপাড়া স্টেশনে বাম কর্মী-সমর্থকরা ট্রেন আটকে দিয়েছেন। এভাবেই রাজ্যজুড়ে মিশ্র প্রভাব দেখা যাচ্ছে বামেদের ডাকা বনধের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!