এখন পড়ছেন
হোম > রাজ্য > জঙ্গলমহলে তৃণমূলকে চান্স না দিয়ে গেরুয়া ঝড় তুলতে একযোগে আক্রমণ দিলীপ মুকুল

জঙ্গলমহলে তৃণমূলকে চান্স না দিয়ে গেরুয়া ঝড় তুলতে একযোগে আক্রমণ দিলীপ মুকুল

পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই দলবদল এর পর্ব টা শুরু হয়ে গেছে। আর আজও তার সমান ভাবেই অব্যাহত হবে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে দলবদল এর এই খেলা তত বাড়তে চলেছে। দল পতনের এই মৌসুমে পুরুলিয়াতে পঞ্চায়েত ভোটে বেশ ভালো ফল করেছে বিজেপি। তাই মনটা লোকসভা নির্বাচনে সাফল্য পেতে মুকুল রায় দিলীপ ঘোষ শক্তপোক্ত ভাবেই ঘাঁটি গেড়েছেন পুরুলিয়ায়।

এই জেলায় তাদের ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে বলেই দাবি করেছে বিজেপি। পুরুলিয়ায় ৩০ টি পরিবারকে বিজেপিতে টানলেন মুকুল রায়। দুনিয়ায় বিজেপির এক জনসভায় মুকুল রায় হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি অর্জুন গড়াই সহ ৩0 টি পরিবার। মুকুল রায় ছাড়াও ওই সভাতে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী উপস্থিত ছিলেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরে মুকুল রায় মন্তব্য করেছিলেন,তৃণমূলের উপরতলা হয়তো সাজানো থাকবে কিন্তু নিচ তলাটা ফাঁকা হয়ে যাবে। তৃণমূলের নেতা নয় কর্মীরাই তাঁর আসল টার্গেট।বিজেপিতে যোগ দেয়ার পর থেকেই তিনি তৃণমূলের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর তাতে তিনি অনেকটাই সফল।

জঙ্গলমহলে তৃণমূলের সংগঠন গড়ে তোলার মূল কারিগর মুকুল রায়। কুড়ি বছর ধরে দলটাকে একা হাতে গড়েছেন তিনি। জঙ্গলমহলে তার প্রভাব ও যথেষ্ট।কার অধিকাংশ তৃণমূল নেতাই তার অনুগামী আর সেই সুযোগকে কাজে লাগিয়েই জঙ্গলমহলে বিজেপির সংগঠনকে বাড়িয়ে চলেছেন মুকুল রায়।

মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষ ও জঙ্গলমহলে সংগঠন বৃদ্ধিতে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছেন। জঙ্গলমহল দিলীপ ঘোষের হোম গ্রাউন্ড সেখানে তার প্রতিপত্তি থাকবে সেটাই স্বাভাবিক আর তাকে কাজে লাগিয়েই সেখানে তৃণমূলে ভাঙন ধরাচ্ছেন তিনি।

গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রে বিজেপি স্থান ছিল চতুর্থ ‌। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিজেপির অনেকটাই শক্তি বৃদ্ধি হয়েছে। একের পর এক তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করছেন। 2014 লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে ৮৬০২৩৬ টি ভোট পেয়েছিল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু পঞ্চায়েত ভোটে বিজেপি অনেকটাই ভালো ফল করেছে এখানে। তাকে পাঠিয়ে করেই বিজেপি কেন্দ্র কে নিয়ে আশার আলো দেখছে। ফলস্বরূপ এখানেও বিজেপি ভূত দেখতে শুরু করে দিয়েছে তৃণমূল। বিজেপির শক্তি বৃদ্ধি তাদের কাছে সিঁদুরে মেঘের মতোই বজ্রের সংকেতবাহী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!