এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জমে উঠছে আগামী নির্বাচনের লড়াই, দুই দলের দুই মহা যোদ্ধার সভা আজ

জমে উঠছে আগামী নির্বাচনের লড়াই, দুই দলের দুই মহা যোদ্ধার সভা আজ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জমে উঠেছে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই। সম্প্রতি শীতের প্রকোপ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির লড়াইয়ের তীব্রতা। এদিকে, বাম-কংগ্রেস জোট বদ্ধ হয়ে দু’দলকেই ধাক্কা দিতে প্রস্তুত। তবে, আগামী বিধানসভা নির্বাচনের লড়াই যে তৃণমূল বনাম বিজেপির জমাটি লড়াই হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

এই পরিস্থিতিতে আজ দুপুরে একদিকে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে শুভেন্দু অধিকারির পদযাত্রা ও জনসভা। তেমনি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সভা করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই বিপক্ষ দলের দুই মহাযোদ্ধার রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে বাংলার রাজনৈতিক মহলে।

আজ দুপুর ২ টো থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পদযাত্রা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। পদযাত্রার পর রয়েছে তাঁর জনসভা। সপ্তাহ খানেক হলো শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। বিজেপিতে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে একাধিক বার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তীব্র কটাক্ষ করেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। অন্যদিকে বিজেপিতে যোগদানের পর পশ্চিম মেদিনীপুরে আজ প্রথম সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। শাসকদলের বিরুদ্ধে তিনি আজ কি বক্তব্য রাখেন? তার জন্য ঔৎসুক্য সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ দাঁতনে শুভেন্দু অধিকারীর পদযাত্রা প্রথমে, তারপর রয়েছে জনসভা। এ কারণে গোটা দাঁতন শহর ভরে গেছে শুভেন্দু অধিকারী ছবি দেওয়া পোস্টার ও ব্যানারে। আজ দুপুর ২ টোয় দাঁতন পেট্রোল পাম্প থেকে সরাই বাজার পর্যন্ত রয়েছে শুভেন্দু অধিকারীর পদযাত্রা। এরপর দুপুর ৩ টায় জনসভা করতে চলেছেন তিনি।

অপরপক্ষে, আজ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে অর্থাৎ নিজের গড়েই জনসভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের কেল্লার মাঠে রয়েছে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। দুপুর ২ টো থেকে এই জনসভা শুরু হতে চলেছে। তাঁর এই জনসভার কারণে এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এলাকার সর্বত্র রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ও ব্যানারে আজ ভরে গেছে ডায়মন্ড হারবার।

প্রসঙ্গত, গত ১০ ই ডিসেম্বরে ডায়মন্ডহারবার সভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সভায় উপস্থিত হবার সময় তাঁর কনভয়ে হামলা করা হয়েছিল। যে ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনীতি। আজ সেখানেই সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আজকের জনসভা শুভেন্দু অধিকারী ও বিজেপির বিরুদ্ধে তিনি কি বক্তব্য রাখেন? সেদিকে কৌতূহল রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!