এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কৃষি বিলের সমর্থনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ! ব্যাপক চাপে শাসকদল!

কৃষি বিলের সমর্থনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ! ব্যাপক চাপে শাসকদল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে চাপে রাখতে চাইছে। আর এই পরিস্থিতিতে কৃষি বিল থেকে শুরু করে উত্তরপ্রদেশের ঘটনা নানা বিষয়ে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো। কিন্তু এবার সেই কৃষিবিলকে সমর্থন করে নন্দীগ্রামে সিপিএম এবং তৃণমূলে ব্যাপক ভাঙন ধরল। যেখানে রবিবার প্রায় 200 টি কৃষক পরিবার সিপিএম এবং তৃণমূল ছেড়ে যোগদান করল ভারতীয় জনতা পার্টিতে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যা সিপিএম এবং তৃণমূল দুই দলের কাছেই বড়সড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দলবদল বঙ্গ রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কোন দল থেকে কত সংখ্যক কর্মী কোন দলে এল, তা রীতিমতো হিসাবের পর্যায়ে চলে গিয়েছে রাজনৈতিক মহলের কাছে। আর এই পরিস্থিতিতে কৃষি বিলকে সমর্থন করে যেভাবে 200 টি কৃষক পরিবার সিপিএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল, তাতে ভারতীয় জনতা পার্টি অনেকটাই উজ্জীবিত হল বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, এদিন অনেক কৃষক পরিবারের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু লোকজন বিজেপিতে যোগ দেন। আর তাদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। কিন্তু যেখানে কৃষি বিলের বিরুদ্ধে অনেকেই সরব হতে শুরু করেছেন এবং বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন, সেখানে কেন তারা সেই কৃষি বিলকে সমর্থন করে বিজেপিতে যোগ দিলেন! এদিন এই প্রসঙ্গে যোগদানকারীরা বলেন, “কৃষকরা সারাজীবন বঞ্চিত। তাদের কথা কেউ ভাবেনি। তবে তারা দুবেলা-দুমুঠো মানুষের মুখে অন্ন তুলে দেয়। কিন্তু এই কৃষক বিলের মধ্যে দিয়ে কৃষকদের স্বার্থ সুরক্ষিত থাকবে। তাই বিজেপিতে যোগ দিয়েছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিধানসভা নির্বাচনের আগে যেভাবে নন্দীগ্রামের মত তৃণমূলের শক্ত ঘাঁটিতে সিপিএম এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব অনুষ্ঠিত হল, তাতে গেরুয়া শিবির অনেকটাই উৎফুল্ল। এদিন এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, “নন্দীগ্রামের মানুষ 2021 এর ভোটে বিজেপিকে জয়ী করে রাজ্যে ক্ষমতায় এসে মানুষের প্রকৃত কাজ করুক, এটাই চান। নন্দীগ্রাম থেকেও বিজেপির প্রতিনিধি নবান্নে যাক, এই আবহ তৈরি হয়েছে। মানুষের এই আস্থায় এই ধরনের যোগদান পর্ব চলছে। এদিন 200 পরিবার বিজেপিতে যোগদান করেছেন। বিধানসভা ভোট‌ যত এগিয়ে আসবে, ততই যোগদানের মাত্রা বাড়বে।”

সব মিলিয়ে এবার বিধানসভা নির্বাচনের আগে যতদিন আসছে, ততই বিজেপিতে যোগদানের মাত্রা বাড়তে শুরু করেছে। যার ফলে তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপে পড়েছে। তবে নন্দীগ্রামের মত তৃণমূলের শক্ত ঘাঁটিতেও যে এই অবস্থা হবে, তা সত্যিই কল্পনা করা যায়নি। কিন্তু এখন যেভাবে কৃষক বিলকে সমর্থন করে সেখানে ব্যাপক যোগদান অনুষ্ঠিত হচ্ছে, তাতে গেরুয়া শিবির যে অনেকটাই তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর পথে এগিয়ে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!