এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কাঁধে চিঠির বস্তা, নেতা হওয়ার মরিয়া চেষ্টা ভাইপোর? নাটকও করতে পারে তৃনমূল!

কাঁধে চিঠির বস্তা, নেতা হওয়ার মরিয়া চেষ্টা ভাইপোর? নাটকও করতে পারে তৃনমূল!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বড় নেতা হোন না কেন, তাকে নেতা হিসেবে মেনে নিতে পারেন না দলের অনেকেই। পরিস্থিতির চাপে বড় বড় নেতারাও পদে থাকার জন্য তার প্রশংসা করেন ঠিকই। কিন্তু মন থেকে তাকে কয়জন নেতা মানেন, এটা একটা বড় প্রশ্ন। যে ছেলেটি বিরোধী আমলে লড়াই করেনি, বামেদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক লড়াই আন্দোলনে তাকে দেখা যায়নি, সে দুদিনের মধ্যে সেই তৃণমূলের মাথায় বসে গিয়েছেন! যার প্রতিবাদ করে শুভেন্দু অধিকারীর মতো বিচক্ষণ নেতাও দলত্যাগ করে বিজেপিতে আসতে বাধ্য হয়েছেন। যাই হোক, এসব তো পরের কথা। কিন্তু দিল্লির মাটিতে বাংলার বঞ্চনা নিয়ে ধর্না করার পর 50 লক্ষ চিঠি নিয়ে তৃণমূলের নেতৃত্বরা রওনা দিলেন কৃষি ভবনের উদ্দেশ্যে। তারা নাকি মন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে, তার জন্য বাংলা থেকে যে সমস্ত চিঠি নিয়ে এসেছেন, তা কেন্দ্রের কাছে জমা দেবেন। কিন্তু সেখানে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে কাঁধের উপর চিঠির বান্ডিল তুলে সামনের সারিতে যেভাবে হাঁটলেন বাংলার যুবরাজ, তা দেখে অনেকে বলছেন, এটা কি রাজনীতি, নাকি ফটোশপ?

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে ধর্না দিতে গিয়ে যন্তর মন্তরে দীর্ঘক্ষণ ধরে সভা করেছে তৃণমূল কংগ্রেস‌। তারপর তাদের কর্মসূচি অনুযায়ী বাংলা থেকে আনা 50 লক্ষ চিঠি তারা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে জমা দেবেন, এটা ঠিক করেছিলেন। সেই মতো করেই কৃষি ভবনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন তৃণমূলের সাংসদ, বিধায়ক এবং মন্ত্রীরা। আর সেখানেই দেখা যায়, একদম প্রথম সারিতে এই মিছিলের নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে হাতে চিঠি না ধরে কাঁধে সেই চিঠি তুলে নিয়ে হাটতে থাকেন ভাইপো। এমন একটা অবস্থা যেন, তার কাছে অনেক চিঠি রয়েছে‌। তিনিই এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাকে ছাড়া এই আন্দোলন সম্পন্ন হবে না, এমন একটা ভাব যুবরাজের বলেই দাবি একাংশের।

বিরোধীদের দাবি, সব জায়গায় ফুটেজ খাওয়া চাই তৃণমূলের এই যুবনেতার দলের মধ্যে। এখন তার অনেক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। তিনি নতুনদের তুলে আনার কারণে অনেক প্রবীণ মানুষ দলে জায়গা ঠিকমত জায়গা পাচ্ছেন না। তার ফলে সকলেই সেই ভাইপোকে খুশি রাখতে ব্যাস্ত। আর ভাইপোও সুযোগ বুঝে তার ফায়দা নিতে প্রতি মুহূর্তে হিরো সাজার চেষ্টা করছেন। তাই দিল্লির মাটিতেও কাঁধে চিঠি নিয়ে নিজেকে সর্বেসর্বা প্রমান করার মরিয়া চেষ্টা বলেই কটাক্ষ বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, দিল্লির বুকে তৃনমূল যে নাটক মঞ্চস্থ করলো, তা সত্যি সব কিছুকে হার মানায়। আর সেই নাটকের সব থেকে বড় অভিনেতা যদি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি ভাইপো। শাসক দল খুব ভালো মত জানে, দুর্নীতি হয়েছে জন্যই কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ রেখেছে। কিন্তু তারপরেও বিজেপির বঞ্চনার অভিযোগ তুলে তো ময়দানে টিকে থাকতে হবে। যুবরাজের তো হিরো সাজতেই হবে। তাই কাঁধে চিঠি নিয়ে দিল্লির মাটিতে এক অভিনব নাটক মঞ্চস্থ করলেন তৃনমূলের ভাইপো। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!