এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কালীঘাটে হতে চলেছে বড়সড় ‘পরিবর্তন’, জানালেন কল্যান! বাড়ছে আগ্রহ

কালীঘাটে হতে চলেছে বড়সড় ‘পরিবর্তন’, জানালেন কল্যান! বাড়ছে আগ্রহ


দীর্ঘদিন লকডাউনের ফলে বন্ধ ছিল সমস্ত মন্দিরের পূজার্চনা। বাংলার তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ থেকে শুরু করে কালীঘাট, প্রতি জায়গাতেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পঞ্চম দফার লকডাউনে বেশ কিছু শিথিলতা জারি করায় এবং বেশকিছু মন্দির খোলার ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়ায় এবার নয়া উদ্যোগ নিল কালীঘাট মন্দির। জানা গেছে, সমস্ত আচার আচরণ মেনে শুক্রবার কালীঘাট মন্দিরের প্রতিমা স্নানযাত্রা হবে।

নিয়মানুযায়ী, প্রতিবছর জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে মূর্তি এবং পূজিত অঙ্গগুলোকে স্নান করানো হয়। গর্ভগৃহেই এই পুজো করা হয়। কিন্তু এবার দর্শনার্থীদের ভীড় করার ব্যাপারে অনুমতি না থাকায়, অত্যন্ত সচেতনভাবে মন্দির কমিটির অনুমোদনপ্রাপ্ত পুরোহিত এবং কয়েকজন সেবাইত এই স্নানযাত্রা প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে খবর। আর এমনটা হলে এই প্রথম পুণ্যস্নানের সেই পুন্যদৃশ্য থেকে বঞ্চিত থাকবেন দর্শনার্থীরা। যার প্রধান কারণ করোনা ভাইরাস এবং লকডাউন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কালীঘাট মন্দিরের অন্যতম সেবায়েত জহর চট্টোপাধ্যায় বলেন, “নিয়ম মেনে গঙ্গাজল, ডাবের জল, দুধ, দই, সুগন্ধি ও জবাকুসুম তেলের মিশ্রণ দিয়ে কালীমূর্তি এবং অঙ্গটিকে স্নান করানো হয়। ওই অঙ্গটি বেনারসি মুড়িয়ে রাখা থাকে বছরভর। প্রতিমার সিঁদুর বদলানো হয়। সেইসঙ্গে প্রতিমার শাড়ি পড়ানো হয়। কিন্তু বছরের ওইদিনই মূর্তিকে স্নান করানো হয়। মন্দিরের নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুরোহিতরা আচার মেনে স্নানযাত্রা করেন।” তবে এইবার ভাইরাসের কারণে স্নানযাত্রা প্রত্যেকে প্রত্যক্ষ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন কালীঘাট মন্দির কমিটির তরফে কল্যাণ হালদার।

তিনি বলেন, “প্রতিবছর স্নানযাত্রার দিন কালীঘাটে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এবছর মন্দিরে ভক্ত সমাগমের অনুমতি নেই। স্নানযাত্রার প্রয়োজনীয় সামগ্রী জীবাণুমুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখে, তবেই মন্দিরে ঢোকানো হবে। ওইদিন নিয়োজিত পুরহিত সেবায়েত সংক্রমণ রোগের সর্তকতা মানছেন কিনা, তাও নজরে রাখা হবে।”

অর্থাৎ ভক্ত সমাগমের ক্ষেত্রে যেমন বিধিনিষেধ রয়েছে, ঠিক তেমনি এই পুণ্যস্নানের যে সমস্ত জিনিস মন্দিরে আসবে, তাও যাতে সংক্রমিত না হয়, তার জন্য বাড়তি সর্তকতা অবলম্বন করছে মন্দির কর্তৃপক্ষ। সব মিলিয়ে এবার কালীঘাটে মায়ের পুণ্যস্নান দর্শন থেকে বঞ্চিত থাকছেন দর্শনার্থীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!