এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রীয় বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করায় মুখ্যমন্ত্রীকে একহাত শুভেন্দু অধিকারীর

কেন্দ্রীয় বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করায় মুখ্যমন্ত্রীকে একহাত শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সংশোধনী বিলের প্রস্তাব আনা হয়েছে। গত বছরই ধরনের একটি বিল আনা হয়েছিল। তবে বিরোধীদের প্রবল আপত্তির কারণে বিল পাস করা সম্ভব হয়নি। বাদল অধিবেশনে আবার আনা হয়েছে বিলটি কেন্দ্রের পক্ষ থেকে। আর এই বিলের প্রবল বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলকে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর পরিপন্থী বলে অভিযোগ করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, তৃণমূলের এই বিরোধীতা আসলে কুমিরের কান্না।

কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত নয়া বিদ্যুৎ বিলের খসড়ায় বলা হয়েছে যে, বিদ্যুৎ বিলের পুরোটা প্রথমে গ্রাহকদের দিতে হবে, এরপর ভর্তুকির টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে চলে যাবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এমনটা করা হলে এ রাজ্যের বহু গ্রাহক অর্থের অভাবে সময় মত বিল দিতে পারবেন না। এ কারণে অনেকের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই এই বিলের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলকে জনস্বার্থবিরোধী বলেও অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে চিঠি দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ বিষয়টি সংবিধানের যৌথ তালিকার অন্তর্গত। এই ধরনের বিল যদি পাস করা হয়, তবে বিদ্যুৎ এর ক্ষেত্রে রাজ্যের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে, মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যে, ২০২০ সালের ১২ ই জুন এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। যে চিঠিতে তিনি বিদ্যুৎ সংশোধনী বিলের বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরেছিলেন।

এবার, এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে প্রবল কটাক্ষ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে একটি টুইট করেছেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্যুৎ সংশোধনী বিল ২০২০ এর বিরোধিতা আসলে কুমিরের কান্না ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে কলকাতার এক প্রাইভেট প্লেয়ার, যারা সবচেয়ে বেশি বিদ্যুতের মাসুল নিয়ে থাকে, তাদেরকে রক্ষা করার কৌশল এটি। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দেশ্যে কেন্দ্রের এই বিরোধীতা। তিনি জানিয়েছেন, যদি প্রতিযোগিতা করতে হয়, তবে বিদ্যুৎ মাসুল কমানোর দিকে প্রতিযোগিতা করা হোক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!