এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষিজমি অধিগ্রহনে অসম্মতির কথা জানাল মুকেশ আম্বানির সংস্থা

কৃষিজমি অধিগ্রহনে অসম্মতির কথা জানাল মুকেশ আম্বানির সংস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চুক্তিবদ্ধ কৃষি বা কর্পোরেট ফার্মিং এর সঙ্গে যুক্ত হবে না এই সংস্থা, পরিবর্তে এই সংস্থা কৃষকদের ক্ষমতা বৃদ্ধির প্রতি সমর্থন জানিয়েছে। রিলায়েন্স এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংস্থা কখনোই কৃষি কাজের সঙ্গে যুক্ত কোন জমি ক্রয় করেনি। চুক্তিবদ্ধ কৃষি বা কর্পোরেট ফার্মিং এর জন্য ব্যবহার করা জমি এই সংস্থা কখনো ক্রয় করে নি, ভবিষ্যতেও এই সংস্থা এমন কোন জমি ক্রয় করবে না বলে সংস্থার পক্ষ থেকে জানানো হলো।

রিলায়েন্স এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংস্থা কৃষকদের কাছ থেকে সরাসরি খাদ্যশস্য ক্রয় করে না ও এই সংস্থার সরবরাহকারীরা ন্যূনতম সহায়ক মূল্যেই কৃষকদের সঙ্গে খাদ্যশস্যের লেনদেন করে থাকেন। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই সংস্থা সরকার নির্ধারিত নিয়মেই কৃষকদের কাছ থেকে কৃষিজাত দ্রব্য যাতে ক্রয়, করে তার উপর গুরুত্ব দিয়ে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, কৃষকদের কাছ থেকে অন্যায় ভাবে সুবিধা নেবার জন্য কোন চুক্তি এই সংস্থা করেনি। এই সংস্থার সরবরাহকারীরা কৃষকদের কাছ থেকে তাদের পারিশ্রমিক মূল্যের চেয়ে কম মূল্যে কোনদিন পণ্য কেনে নি। এই সংস্থা কখনোই তা করতে দেয় নি, ভবিষ্যতেও তা করতে দেবে না।

অন্যদিকে, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সংস্থার অধীনস্থ জিও ইনফোকম লিমিটেডের প্রায় পনেরশো মোবাইল টাওয়ার ও টেলিকম গিয়ার সম্প্রতি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হলো জিও ইনফোকম লিমিটেড। এ বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে জিও। জিওর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই ঘটনার পেছনে কোন প্রতিদ্বন্দ্বী সংস্থার যোগসাজশ আছে।

মোবাইল টাওয়ার ভাঙচুরের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিক্ষুব্ধ কৃষক পাঞ্জাবের কয়েকটি রিলায়েন্স ফ্রেশ স্টোর বন্ধ করে দিয়েছেন। এই সমস্ত ঘটনার পেছেন দুষ্কৃতীদের কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী সংস্থা মদত দিচ্ছে বলে রিলায়েন্স অভিযোগ করেছে। এর পেছনে কোন সংস্থার অসৎ উদ্দেশ্য আছে বলে অভিযোগ করা হয়েছে রিলায়েন্স এর পক্ষ থেকে। কৃষক আন্দোলনের সুযোগ নিয়ে কোন প্রতিদ্বন্দ্বী সংস্থা এমন পদক্ষেপ গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে, বলে সংস্থার অভিযোগ। যার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলো মুকেশ আম্বানির সংস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!