এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সংসদীয় কমিটি থেকে ইস্তফা এনডিএর জোট শরিক সাংসদের

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সংসদীয় কমিটি থেকে ইস্তফা এনডিএর জোট শরিক সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের একাধিক স্থানে চলছে কৃষক আন্দোলন। যা দিল্লি ও দিল্লি সংলগ্ন স্থানে ব্যাপক আকার ধারণ করেছে। শীতের প্রকোপকে উপেক্ষা করে আন্দোলনে শামিল হয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা। কেন্দ্রীয় সরকারের নয়াকৃষি আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুব্দ কৃষকেরা। এবার আন্দোলনকারী কৃষকদের সমর্থন করে তিনটি সংসদীয় কমিটি থেকে ইস্তফা দিলেন এনডিএ শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিয়াল।

রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির আহবায়ক হনুমান বেনিয়াল কেন্দ্রীয় সরকারের শিল্প, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের সংসদীয় কমিটির সদস্য ছিলেন। ইতিপূর্বে একাধিকবার তিনি কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবার কৃষক আন্দোলনকে সমর্থন করে কেন্দ্রের এই তিন সংসদীয় কমিটি থেকে তিনি ইস্তফা দিলেন।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ ও আহ্বায়ক হনুমান বেনিয়াল হলেন রাজস্থানের নাগাউর কেন্দ্রের সাংসদ। গতকাল শনিবার তিনি গণমাধ্যমকে জানালেন যে, সংসদের যেসব কমিটিতে তিনি আছেন, সেখানে জনস্বার্থের বিষয়টি উত্থাপন করেছিলেন তিনি। তিনি আক্ষেপ করেছেন যে, এই সমস্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়নি। যদি কোন পদক্ষেপ গ্রহণ করা নাই হয়, তবে এ ধরনের সংসদীয় কমিটি থাকা অর্থহীন হয়ে পড়ে বলে মনে করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিয়াল আরো জানিয়েছেন যে, বেশকিছুদিন ধরেই আন্দোলন করছেন কৃষকরা। কিন্তু তাদের কোনো কথাই শুনছে না কেন্দ্রীয় সরকার। তাই কেন্দ্রীয় সরকারের এই ৩ সংসদীয় কমিটি থেকে ইস্তফা দিলেন তিনি। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলনকে ইতিপূর্বে সমর্থন করেছিলেন হনুমান বেনিয়াল।

এ প্রসঙ্গে তাঁর বক্তব্য কেন্দ্রীয় সরকারের উচিত এই নয়া তিন কৃষি আইনকে বাতিল করে দেওয়া। সেইসাথে স্বামীনাথন কমিশনের সুপারিশকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা। তিনি মনে করছেন যে, কেন্দ্রীয় সরকার নয়া কৃষি আইন নিয়ে আর কিছুই করবে না। তাই তাঁর নেতৃত্বে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি আগামী ২৬ সে ডিসেম্বর ২ লক্ষ কৃষক ও যুবকদের সঙ্গে নিয়ে দিল্লিতে কৃষক আন্দোলনে যোগদান করবে। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিয়ালের এই পদক্ষেপ চাপ বাড়ালো কেন্দ্রীয় সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!