এখন পড়ছেন
হোম > অন্যান্য > অকালে চলে গেলেন সুশান্ত সিংহ রাজপুত! কেমন ছিল শেষের কদিন? কিভাবে আবিষ্কৃত হল মৃতদেহ?

অকালে চলে গেলেন সুশান্ত সিংহ রাজপুত! কেমন ছিল শেষের কদিন? কিভাবে আবিষ্কৃত হল মৃতদেহ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। এই মর্মান্তিক খবরে শোকের ছাড়া বলিউডে। তিনি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেতা। বলিউডে ফের নক্ষত্র পতন। সূত্রের খবর মারফত জানা যাচ্ছে রবিবার সকাল বেলা বান্দ্রার বাড়িতে আত্মঘাতী হয় যুবা তারকা সুশান্ত সিংহ রাজপুত। জানা গেছে স্থানীয় পুলিশ সুশান্ত সিংহের আত্মঘাতী হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রাপ্ত খবর অনুযায়ী বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে এদিন সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেন। বিশ্বস্ত সূত্রের খবর, অনুযায়ী দীর্ঘ কয়েক দিন যাবত তিনি তার বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। এরপর রবিবার সকাল বেলা অভিনেতার পরিচারিকা এবং এক বন্ধু বহুবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোনো সারা দেননি অভিনেতা। এরপরই পরিচারিকা পুলিশকে জানান এবং পুলিশ এসে অভিনেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মুহূর্তে পুলিশ দাবি করেছেন তিনি আত্মঘাতী হয়েছেন। সমগ্র বলিউড তথা টলিউড তরুণ অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে। এখনো পর্যন্ত অভিনেতার আত্মঘাতী হওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বলেই জানা গেছে। এমনকি কোন সুইসাইড নোটও উদ্ধার হয়নি বলে খবর। সুশান্ত সিংহ রাজপুত প্রথম তাঁর অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে। এর আগে তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথম ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে তিনি লিড হিসাবে ডেবিউ করেন। এরপর ‘কাই পো চে’ ছবিতে অভিনয়ের হাত ধরে ২০১৩ সালে রুপালি পর্দায় তার যাত্রা শুরু। এরপর তিনি একের পর এক ছবিতে তার অভিনয় প্রতিভা প্রদর্শন করে গেছেন। বাণী কাপুর ও পরিনীতি চোপড়ার সঙ্গে ‘শুদ্ধ দেশি রোমান্স’ নামক ছবিতে তিনি অভিনয় করেন। এরপর মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করে তিনি বলিউড জগতে অত্যন্ত খ্যাতি অর্জন করেছিলেন।

এরপর ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, রাবতা, পিকে ইত্যাদি ছবিতেও তিনি তাঁর অসাধারণ অভিনয় প্রদর্শন করেছেন। ‘ছিছোরে’ ছবিটি তাঁর টেলিভিশন জগতে শেষ ছবি। বিভিন্ন সূত্র থেকে প্রশ্ন উঠে আসছে এই ছবিটিতে তিনি আত্মঘাতী না হওয়ার বার্তা দিয়েছিলেন কিন্তু এর পরেই তিনি নিজে কেন আত্মঘাতী হলেন। যদিও কোনরকম উত্তর এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত গত সোমবার তাঁর প্রাক্তন ম্যানেজার দিশার অকাল প্রয়ান ঘটে।

পুলিশ সূত্রে খবর দিশাও আত্মঘাতী হয়েই মৃত্যুবরণ করেছিলেন। জানার আছে মৃত্যুর পর সুশান্ত সিংহ রাজপুত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পরিবারকে সমবেদনা জানিয়ে লিখেছিলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা খবর। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই। তোমার আত্মার শান্তি কামনা করি।” এর কিছুদিনের মধ্যেই অভিনেতার এই মৃত্যু সমগ্র চলচ্চিত্র জগতকে স্তম্ভিত করে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!