এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভার ক্ষোভ মিটিয়ে একুশের বিধানসভায় আবার ঘাসফুল ফোটাতে উত্তরবঙ্গে গিয়ে কল্পতরু মমতা

লোকসভার ক্ষোভ মিটিয়ে একুশের বিধানসভায় আবার ঘাসফুল ফোটাতে উত্তরবঙ্গে গিয়ে কল্পতরু মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সাধারন মানুষ। আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করেছিল ভারতীয় জনতা পার্টি এবং একটি আসন গিয়েছিল কংগ্রেসের দখলে। স্বাভাবিক ভাবেই উত্তরবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও, গত লোকসভা নির্বাচনে এখান থেকে একটি আসনও তারা দখল করতে না পেরে রীতিমতো হতাশ হয়ে গিয়েছিল। তবে সামনেই বিধানসভা নির্বাচন। যে নির্বাচনের মধ্য দিয়ে স্থির হয়ে যাবে, রাজ্যের ক্ষমতা কারা দখল করবে!

তাই এই পরিস্থিতিতে বিজেপি উত্তরবঙ্গের ব্যাপক লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর এবার বিধানসভা নির্বাচনী আরও ভালো ফল করতে রীতিমতো জোর দিতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানে এসে কল্পতরু হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে উত্তরবঙ্গের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে মানুষের পাশে থাকার বার্তা দিলেন তিনি।

একাংশ বলছেন, এবার উত্তরবঙ্গ দখল তৃণমূলের কাছে পাখির চোখ। তাই শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে মানুষের মন জয় করার চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান। জানা গেছে, এদিন উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে 17 টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যার মধ্যে ছিল জয়ী সেতুর উদ্বোধন সহ বিভিন্ন ওভারব্রিজ। কোচবিহারের নিশিগঞ্জে দমকল কেন্দ্র নির্মাণ। জলপাইগুড়ির গাজলডোবা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ 24 পরগনার বালি এবং বীরভুমের বোলপুরে চারটি যুব আবাসের উদ্বোধন করা হয় এদিনের মঞ্চ থেকে। এছাড়াও সিমেন্ট কারখানা সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিক ভাবেই উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্প উদ্বোধন উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে ব্যাপক খুশির জোয়ার সৃষ্টি করল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিশেষজ্ঞদের একাংশ নিশ্চিত, বিজেপিকে কুপোকাত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের উন্নয়নমূলক কর্মসূচি আরও মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলেন। উত্তরবঙ্গের প্রতিটি জেলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কর্মসূচী উদ্বোধন করে আগামী বিধানসভা নির্বাচনে যাতে উত্তরবঙ্গে ঘাসফুল ফুটতে পারে, তার বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি বলেই মনে করছেন একাংশ।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের মন জয় করতে কল্পতরু হলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ হাতছাড়া হয়েছে। তাই ভোট পুনরুদ্ধার করতে মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রকল্প রূপায়ণ করার চেষ্টা করছেন। তবে বিরোধীদের এই বক্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের পাল্টা দাবি, তৃণমূলের সরকার সবসময় মানুষের পাশে রয়েছে।

স্বাভাবিকভাবেই মানুষের কাজ করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মসূচির সূচনা করলেন। তবে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন নির্বাচনের দিকে লক্ষ্য রেখে উত্তরবঙ্গ পুনরুদ্ধার করার জন্যই, সেই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!