এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > লাভ জিহাদ ইস্যুতে এবার বিজেপিকে আক্রমণ মুখমন্ত্রীর, জেনে নিন

লাভ জিহাদ ইস্যুতে এবার বিজেপিকে আক্রমণ মুখমন্ত্রীর, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই দেশের বিভিন্ন রাজ্যে লাভ জেহাদের ঘটনা সামনে এসেছিল। যেখানে সবার প্রথমে উঠে আসে উত্তরপ্রদেশের নাম। আর সম্প্রতি লাভ জিহাদের বিরুদ্ধে তাই কড়া আইন আনার প্রক্রিয়া শুরু করার কথা বলেছিল একাধিক বিজেপি শাসিত রাজ্য।

এদের মধ্যে উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “রাজ্যে লাভ জিহাদের ঘটনা অনেক বেড়ে গিয়েছে। তার ফলে সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে ও শত্রুতা বাড়ছে। এই ধরনের ঘটনার ফলে রাজ্যের নাম খারাপ হচ্ছে। তাই এর বিরুদ্ধে কড়া আইন নিয়ে আসা খুব প্রয়োজন।” আর সেক্ষেত্রে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরেই যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, “ইতিমধ্যেই আমরা সব রকমের প্রস্তুতি সেরে রাখছি।” সেক্ষেত্রে জানা গিয়েছিল, ইতিমধ্যেই লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন নিয়ে আসার জন্য যোগী আদিত্যনাথ সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে রাজ্যের আইন মন্ত্রককে প্রস্তাব পাঠানো হয়েছিল। গত ৩১শে অক্টোবর জৌনপুর ও দেওরিয়ায় উপ-নির্বাচনের সভা থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই কথাই জানিয়েছিলেন।

তিনি বলেন, “আমরা একটা কার্যকরী আইন নিয়ে আসব। যারা নিজেদের আসল নাম ও পরিচয় লুকিয়ে মা-বোনদের সম্মান নিয়ে খেলছে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি আমি। তারা না শোধরালে রাম নাম সত্য হ্যায় যাত্রা শুরু হবে।” তবে শুধু উত্তরপ্রদেশ সরকারই নয়, কর্নাটক, মধ্যপ্রদেশ, অসম সরকারও এই একই কাজ করবেন বলেও জানা গিয়েছিল। তবে মহারাষ্ট্র সরকার অবশ্য উল্টে এই ধরনের কোনও আইন আনবে না বলে জানিয়েছিল।

আর সম্প্রতি এই বিবাদের মধ্যেই এবার অন্য ধর্মে বিয়ে নিয়ে সরাসরি বিজেপি নেতাদের কটাক্ষ করতে দেখা গেছে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীকে। ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল এদিন সংবাদমাধ্যমের সামনে প্রশ্ন তোলেন যে, “অনেক বিজেপি নেতার পরিবারের সদস্যরাও অন্য ধর্মে বিয়ে করেছেন। আমি বিজেপি নেতাদের প্রশ্ন করতে চাই এই বিয়েগুলোও কি লাভ জিহাদের মধ্যে পড়বে?” আর এই প্রশ্নের জবাবের উত্তরের অপেক্ষাতেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে বলে জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!