এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > “মমতা আছেন মমতাতেই। আক্রান্ত হওয়ার কাহিনী মানুষ বিশ্বাস করবে না” বিস্ফোরক সেলিম!

“মমতা আছেন মমতাতেই। আক্রান্ত হওয়ার কাহিনী মানুষ বিশ্বাস করবে না” বিস্ফোরক সেলিম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিয়ে এসে প্রচার করার মাঝেই হঠাৎ করে ঘটে যায় দুর্ঘটনা। যেখানে গাড়ির দরজা খুলে রেখে মানুষের সঙ্গে জনসংযোগ করার সময় হঠাৎ করেই সেই গাড়ির দরজা বন্ধ হয়ে যায়। যার জেরে পায়ে গুরুতর আঘাত লাগে তৃণমূল নেত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এরপরই চক্রান্ত করে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিক ভাবেই তৃণমূল নেত্রী আহত হওয়ার পরই ঘটনাকে ইস্যু করে রাস্তায় নামতে শুরু করেছে শাসক দল। তবে বিরোধীদের পক্ষ থেকে অবশ্য এই ঘটনাকে কোনভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার কাহিনী কোনোমতেই মানুষ বিশ্বাস করবে না বলে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা তথা পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, “আগে অসংখ্যবার তৃণমূল নেত্রীর পালে বাঘ পড়েছে বলে রব তুলেছিলেন। আজকের ঘটনা আবার প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই। আমরা যে কোনো আক্রমণের ঘটনার নিন্দা করি। কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি যখন জেলায় যান, তখন আশেপাশের চার পাঁচটা জেলার পুলিশ পরিবেষ্টিত হয়ে থাকেন। তার মধ্যে আক্রমণের ঘটনা ঘটে কি করে! এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। মানুষ এসব মেনে নেবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার কাহিনী বিশ্বাস করবেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এই গোটা ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে যতই ষড়যন্ত্রের অভিযোগ তোলা হোক না কেন, পুরোটাই যে নাটক, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন হেভিওয়েট এই সিপিএম নেতা। এক্ষেত্রে সামনে নির্বাচন। তাই তার আগে সহানুভূতি পাওয়ার জন্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু করছেন, তাও নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন মহম্মদ সেলিম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বিরোধী নেত্রী থাকার সময় বারবার সিপিএমের বিরুদ্ধে তার ওপর হামলা করার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার সামনে যখন বিধানসভা নির্বাচন এবং তৃণমূলের উপর চাপ বাড়ছে তখন নন্দীগ্রামের প্রার্থী হিসেবে জনসংযোগ করার সময় হঠাৎ করেই তার গাড়ির দরজা আটকে দেওয়া হয়। আর এরপরই পায়ে চোট লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার পর থেকেই ষড়যন্ত্রের অভিযোগ তুলতে শুরু করে তৃণমূল কংগ্রেস।

নির্বাচনী ময়দানে এই বিষয়কে কাজে লাগিয়ে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে সরব হবে ঘাসফুল শিবির, তা বলাই যায়। আর এই পরিস্থিতিতে সিপিএম নেতা মহম্মদ সেলিমের এই বিস্ফোরক অভিযোগ তৃণমূলকে অনেকটাই চাপে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!