এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছত্রধরের ভরসাতে জঙ্গলমহল পুনরুদ্ধারের স্বপ্ন মমতার! কিন্তু তৃণমূলীরাই কি মানতে পারছেন তাঁকে?

ছত্রধরের ভরসাতে জঙ্গলমহল পুনরুদ্ধারের স্বপ্ন মমতার! কিন্তু তৃণমূলীরাই কি মানতে পারছেন তাঁকে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বাম আমলে জনসাধারণ কমিটির নেতা ছিলেন তিনি। দীর্ঘদিন শ্রীঘরে থাকতে হয়েছে তাকে‌। তবে কিছুদিন আগেই শ্রীঘর থেকে মুক্ত হওয়ার পর তিনি আদৌ রাজনীতিতে নামবেন কিনা, তা নিয়ে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়। অবশেষে তৃণমূলের সক্রিয় হন ছত্রধর মাহাতো। যেখানে রাজ্য তৃণমূলের সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাকে।

বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের ফলাফল খুব একটা ভালো হয়নি। তাই পুরনো মুখ ছত্রধর মাহাতোকে রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বসিয়ে জঙ্গলমহলে নিজেদের সংগঠনের শক্তিশালী করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। স্বাভাবিকভাবেই জঙ্গলমহলে ছত্রধর মাহাতোর অবর্তমানে বহু নেতা সংগঠন সামলালেও এখন ছত্রধর মাহাতোকে প্রধান মুখ করে এগোনোয় তৃণমূলের অন্দরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, তাহলে কি জঙ্গলমহল রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করতে চলেছেন সেই ছত্রধর মাহাতোর ওপর! যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধরবাবুর উপর জঙ্গলমহল রক্ষার জন্য প্রধান ভরসা রাখেন, তাহলে বিরোধীরা তাদের হাতে নতুন অস্ত্র পেয়ে যেতে পারে। কেননা এই ছত্রধর মাহাতোর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। ফলে সেই তাকে মুখ করে যদি তৃণমূল কংগ্রেস এগিয়ে যায়, তাহলে বিরোধীরা তৃণমূলকে জোর কটাক্ষ করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অনেকে বলছেন, ছত্রধর মাহাতোকে জঙ্গলমহলের মুখ করা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে ব্যাপক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এতদিন যারা জঙ্গলমহলের সংগঠন সামলাতেন তাদের সরিয়ে ছত্রধর মাহাতোকে সেখানে দায়িত্ব দেওয়া অনেকেই ক্ষুব্ধ। যার ফলে জঙ্গলমহলের সংগঠন রক্ষার জন্য ছত্রধর মাহাতোকে দায়িত্ব দিলেও তৃণমূলে যদি এই বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে কিভাবে ঐক্যবদ্ধভাবে তৃণমূল এই জঙ্গলমহলে সাফল্য আনবে, তা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে প্রশ্ন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ছত্রধর মাহাতোকে নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে জঙ্গলমহলকে তিনি হাতের তালুর মতো চেনেন, তাই বিজেপি প্রভাবিত এই এলাকায় এখন খেলা ঘুরিয়ে দিতে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান ভরসা ছত্রধর মাহাতো। তাই তাকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, তাকে রাজ্য সম্পাদক করে আরও বেশি গুরুত্ব দিয়ে জঙ্গলমহলের সংগঠন পুনরুদ্ধার করাই প্রধান চ্যালেঞ্জ তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে।

আর ছত্রধর মাহাতোকে যদি জঙ্গলমহলের মুখ করে এইভাবে গুরুত্ব দেওয়া হয়, তাহলে তৃণমূলের এলাকার অন্যান্য নেতৃত্বরা ক্ষিপ্ত হতে শুরু করবেন বলে মনে করা হচ্ছে। আর তা যদি হয়, তাহলে আগামী দিনে এই ছত্রধর মাহাতোকে নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব চরম আকার ধারণ করতে পারে। যার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনের ভোটব্যাংকে অবশ্যই পড়বে বলে দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!