এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মেদিনীপুরে দিলীপ নন, বড় মুখ দিয়ে তৃনমূলকে টাইট, দমদার প্ল্যানে বিজেপি!

মেদিনীপুরে দিলীপ নন, বড় মুখ দিয়ে তৃনমূলকে টাইট, দমদার প্ল্যানে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা হলেও, সেখানে বাংলার কোনো নাম নেই। সেই প্রথম দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে বাংলার 20 টি আসনে কারা কারা প্রার্থী হচ্ছে, সেই নাম প্রকাশ করেছিল। কিন্তু তারপর বাংলা নিয়ে তাদের কেন এখনও কোনো ঘোষণা সামনে আসছে না, তা নিয়ে উৎকণ্ঠার শেষ নেই নেতা কর্মীদের মধ্যে। তলায় তলায় বিজেপি নেতা কর্মীরা জেনে গিয়েছেন যে, তারা প্রার্থী হবে। কিন্তু দলের তরফে ঘোষণা না হলে সেভাবে কর্মীরা যে নামতে পারছে না, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও বিজেপি বাকি আসন গুলিতে কবে প্রার্থী তালিকা দেবে, তা নিয়েও খোঁচা দেওয়া হচ্ছে। আর এসবের মধ্যেই অনেকে বলছেন, বিজেপি এই বাংলার জন্য বড়সড় চমক রেখেছে। তাই তারা একটু সময় নিয়েই বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। কারণ এবার রাজ্য থেকে কেন্দ্র, বিজেপির সকল স্তরের নেতৃত্বের প্রধান টার্গেট পশ্চিমবঙ্গ। তাই বাকি যে সমস্ত আসনে এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, সেখানে একটি বড় চমক দেওয়া হতে পারে। কিন্তু কি সেই চমক? মেদিনীপুরে এতদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ ছিলেন। কিন্তু এবার সেই আসনে আসতে পারে বড়সড় বদল। এমন একজন ব্যক্তিকে বিজেপি সেখানে প্রার্থী করতে চলেছে যে, সেখান থেকে আবার বিজেপি তো জিতবেই। পাশাপাশি দিলীপ ঘোষকে যে আসনে পাঠানো হচ্ছে, সেখান থেকেও বিজেপি প্রচুর মার্জিন নিয়ে জয়লাভ করতে পারে। কিন্তু কাকে কোন আসন দেওয়া হচ্ছে? এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা সরকারিভাবে ঘোষণা না হলেও, একটি সম্ভাব্য খবর সামনে এসেছে। আর তার ভিত্তিতেই এই চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, বিজেপির প্রার্থী তালিকা বাংলার জন্য দ্রুত ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই নামগুলো চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির। তবে সম্ভাব্য প্রার্থী তালিকায় দিলীপ ঘোষ এতদিন যে মেদিনীপুরে সাংসদ ছিলেন, এবার তার আসন বদল করা হতে পারে। যেখানে মেদিনীপুরে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হতে পারে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে। অন্যদিকে বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপির তরফে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, দমদম আসনেও থাকতে পারে বড়সড় চমক। যেখানে প্রার্থী করা হতে পারে শীলভদ্র দত্তকে।‌ তবে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। যতক্ষণ না বিজেপির তরফে সরকারিভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ হয়, ততক্ষণ কে কোথায় প্রার্থী হচ্ছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব হবে না। কিন্তু এই তালিকা যদি হয়, তাহলে বাকি আসনগুলোতেও যে একটা বড় চমক থাকছে এবং একের পর এক হেভিওয়েট মুখ নিয়ে আসার কারণেই যে বিজেপি বাংলার জন্য একটু সময় নিয়েই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে।

পর্যবেক্ষকদের মতে, বাংলা নিয়ে এবার যথেষ্ট আশাবাদী ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই বাংলায় এসে অমিত শাহ থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বাংলায় 42 টি আসন যে টার্গেট করে এগোতে হবে, তা স্পষ্ট করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই রাজ্য স্তরের নেতৃত্বের ওপর এখন প্রচুর চাপ। তাদেরকে যে করেই হোক, বাংলা থেকে একটি বড় মাপের আসন কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দিতে হবে। তাহলেই যে পরবর্তীতে বাংলার বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন করে পদ্ম ফোটানো সম্ভব হবে, তা খুব ভালো করেই বুঝতে পারছে রাজ্য বিজেপি। তাই তৃণমূল ব্রিগেড সমাবেশ থেকে 42 টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও বিজেপির কিন্তু এত তাড়াহুড়ো নেই। ভারতীয় জনতা পার্টি মানুষের সমর্থন পাওয়ার জন্য মন বুঝে, আলাপ আলোচনার ভিত্তিতে এই বাংলার বাকি আসনগুলিতে প্রার্থী তালিকা দিয়ে একটা বড় চমক দেওয়ার চেষ্টা করছে, যাতে মানুষের সমর্থন পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশ হয় এবং তাতে কতটা চমক থাকে, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!