এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল রায়কে নিয়ে কার্যত ঝড় চলছে রাজ্য-রাজনীতিতে! এবার দলবদল নিয়ে নিজেই দিলেন বড়সড় বার্তা!

মুকুল রায়কে নিয়ে কার্যত ঝড় চলছে রাজ্য-রাজনীতিতে! এবার দলবদল নিয়ে নিজেই দিলেন বড়সড় বার্তা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –মুকুল রায়কে বলা হয় বাংলার রাজনীতির চাণক্য। বাংলায় তৃণমূল কংগ্রেসের শ্রীবৃদ্ধিতে এই ব্যক্তিটির অবদান ছিল সবচাইতে বেশি। কিন্তু রাজনীতির মতান্তরের কারণে পরবর্তীতে তৃণমূল কংগ্রেস থেকে তিনি বহিস্কৃত হয়েছেন। এখন তিনি বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের ধ্বংস সাধনের চেষ্টায় নিজেকে ব্যস্ত রেখেছেন। একাধিক বার বাংলার রাজনীতির আলোচনার মূলকেন্দ্র হয়েছেন এই ব্যক্তিটি। তাঁকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

সংবাদমাধ্যমে কান পাতলে কখনো শোনা যায়, তিনি বিজেপির মন্ত্রীপদ লাভ করতে চলেছেন, কখনো আবার শোনা গেছে, তিনি বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে ফিরে আসতে চলেছেন। শুক্রবার দিল্লি থেকে ফিরছিলেন মুকুল রায়, তাঁকে নিয়ে ওঠা নানা প্রশ্ন, প্রচার, অপপ্রচারের জবাব দিতে শেষপর্যন্ত রবিবার তিনি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বাধ্য হলেন।

এই সম্মেলনের একদম শুরুর দিকেই তিনি বলেছেন যে, তিনি বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। তিনি জানিয়েছেন, তাঁকে নিয়ে চূড়ান্ত বিভ্রান্তিকর কিছু অপপ্রচার চালানো হচ্ছে। যা এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অপপ্রচার ছড়ানোর ফলে বারবার তাঁর কাছে ফোন আসছে, ফোন ধরতে ধরতে তিনি ক্লান্ত হয়ে গেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায়কে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি তো একটা সময়ে তৃণমূলের মন্ত্রী ছিলেন, বিজেপিতে আসার পর পর অনেকদিন দিন হয়ে গেলেও তেমন কোন বড় পদ তিনি কিন্তু পাননি। এর উত্তরে মুকুল রায় জানিয়েছেন, মন্ত্রিত্ব নয় সংগঠনই বড়ো তাঁর কাছে। বিজেপি দলে নাকি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিবাদ আছে। এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বিজেপি দলে সবারই আলাদা আলাদা কাজ আছে তাই এসবের কাজ জায়গা নেই। তিনি আরো বলেছেন, তাঁকে নিয়ে যা অপপ্রচার চালানো হচ্ছে, তিনি তার পূর্ণাঙ্গ তদন্ত চান, সেই সঙ্গে অপপ্রচারকারীদের আইনমাফিক শাস্তিও চান।

প্রসঙ্গত, রাজ্য বিজেপিতে মুকুল বাবু বর্তমানে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। বিজেপির প্রাক্তন সভাপতি অমিত সাহ থেকে শুরু করে বর্তমান সভাপতি জে. পি. নাড্ডা পর্যন্ত তাঁকে মর্যাদা দিয়েছেন।২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাঁর উপরে দলের গুরুদায়িত্ব ছিল। আর তিনি যে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন, সেকথা বলার অপেক্ষা রাখে না। মুকুল বাবু জানিয়েছেন, বিজেপি দলের প্রতি তিনি ১০০ % খুশি আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!