এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে তৃণমূলকে প্রবল ব্যঙ্গ ও কটাক্ষ শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রামে তৃণমূলকে প্রবল ব্যঙ্গ ও কটাক্ষ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর একদা অত্যন্ত ঘনিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রীর কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছেন তিনি। আগামী পয়লা এপ্রিল রয়েছে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে গতকাল নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখান থেকে সরাসরি নাম না করেও অধিকারী পরিবারকে প্রবল কটাক্ষ করেছেন, এবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলকে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বেশকিছু বুথে বিজেপির এজেন্টরা গন্ডগোল বাধিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, সমস্ত বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারেনি তৃণমূল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিধানসভার ভোটার হলেই কোন ব্যক্তি যে কোন প্রার্থীর এজেন্ট হিসেবে থাকতে পারবেন বুথে। তিনি সেই এলাকার ভোটার না হলেও, এজেন্ট হতে পারবেন। কিন্তু তৃণমূল সেটা না মেনে বিজেপিকে আক্রমণ করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানান, গত শনিবার ৩০ টি আসনে ভোট হয়েছিল। তাঁর এলাকায় বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেনি। তৃণমূলকে ভোকাট্টা বলে কটাক্ষ করলেন তিনি। তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি জানালেন,” আপনাদের আত্মীয়দের বলে দিয়েছেন তো আমাকে ভোট দিতে।” অন্যদিকে প্রথম দফার নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন প্রথম দফার নির্বাচনে ২৬ টি আসন বিজেপির দখলে যাবে।

আবার প্রথম দফার নির্বাচন সম্পর্কে আশাবাদী বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, মর্নিং শোজ দ্যা ডে, শুরু ভালো হয়েছে, তাই শেষও ভালোই হবে। তাঁরা মানুষকে বারবার আবেদন জানিয়েছিলেন যে, এগিয়ে এসে ভোট দিতে। কেন্দ্রীয় বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, নিজের অধিকার সুরক্ষিত করতে। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!