এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নন্দীগ্রামের সভা থেকে পরিবর্তনের পরিবর্তনের ডাক মুকুল রায়ের

নন্দীগ্রামের সভা থেকে পরিবর্তনের পরিবর্তনের ডাক মুকুল রায়ের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল দলে একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছিল মুকুল রায়ের স্থান। যাদের হাত ধরে বাংলার রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন এসেছিল, তাঁদের মধ্যে অন্যতম কাণ্ডারী ছিলেন মুকুল রায়। ২০১১এর পরিবর্তনের পটভূমি তৈরির অন্যতম মূল কাণ্ডারী ছিলেন তিনি। আজ নন্দীগ্রাম থেকে পরিবর্তনের পরিবর্তনের ডাক দিলেন মুকুল রায়। তিনি জানালেন, তাঁর জীবদ্দশায় আরও একটা পরিবর্তন দেখে যেতে চান তিনি। তিনি জানালেন, বেঁচে থাকতে দুনিয়ার শেষ পরিবর্তনটা তিনি দেখে যেতে চান।

আজ নন্দীগ্রামে জনসভার আয়োজন করে করা হয় বিজেপির পক্ষ থেকে। যে সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি মুকুল রায়, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা। এই সভায় বক্তব্য রাখার সময় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় জানালেন যে, নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বের কথা যদি অস্বীকার করা হয়, তবে তা সত্যের অপলাপ করা হবে। নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব শুধুমাত্র শুভেন্দু অধিকারীর প্রাপ্য, মুখ্যমন্ত্রী নন শুভেন্দু অধিকারী আছেন নন্দীগ্রামের শহীদ পরিবারের সঙ্গে বলে জানালেন তিনি।

বিজেপি নেতা মুকুল রায় জানালেন যে, তিনি নন্দীগ্রামের মাটিতে বহুবার এসেছেন। নন্দীগ্রামকে তিনি চেনেন। নন্দীগ্রামের মানুষ কি চান? তা তিনি জানেন। অনেক ঘটনার সাক্ষী আছেন তিনি। সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গে তিনি জানালেন সিঙ্গুরের সঙ্গে নন্দীগ্রামের কিছুটা পার্থক্য আছে। তিনি জানালেন যে, নন্দীগ্রামের মানুষের জমি, ঘর, বাড়ি সবকিছু কেড়ে নেবার চেষ্টা করেছিল একসময় বাম সরকার। তখন জনতার সঙ্গে সরকারের লড়াইতে নেতৃত্ব দেওয়া, পরবর্তী সময়ে শহীদ পরিবারের সদস্যদের পাশে ছিলেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নন্দীগ্রামের সভামঞ্চ থেকে বিজেপি নেতা মুকুল রায় পরিবর্তনের আহ্বান জানালেন। তিনি জানান, আবার রাজ্যে পরিবর্তনের হাওয়া উঠেছে। যে হাওয়াতে শামিল হতে হবে সকলকে। তিনি জানালেন যে, তিনি তাঁর জীবনে দুনিয়ার শেষ পরিবর্তন দেখে যেতে চান। তিনি জানালেন যে, গত ২০১৯ সালে প্রথম পরিবর্তন তিনি দেখেছিলেন। এবার আবার একটা পরিবর্তন দেখতে চান তিনি। তিনি জানালেন, সিঙ্গুরের মাটি হল পবিত্র মাটি। যে মাটি থেকে বাজাতে হবে পরিবর্তনের বাজনা।

সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গে তিনি জানালেন যে, সিঙ্গুর আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তিনি ভুল করেছিলেন। বিজেপি নেতা মুকুল রায় জানালেন যে, বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনতে তিনি আবেদন জানাবেন প্রধানমন্ত্রীকে। এ প্রসঙ্গে তিনি জানালেন, এই আন্দোলনে মুখ্যমন্ত্রীকে সঙ্গ দিয়ে তিনি যুব সম্প্রদায়ের সঙ্গে অন্যায় করেছেন। টাটাকে তাড়িয়ে দেওয়ার ফলে নতুন কোন কারখানা বাংলায় আসেনি। মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি জানানেন, পরিবর্তনের নামে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আগে দেখেননি তিনি। আগামী নির্বাচনের লড়াইতে বাংলা নতুন ফুল ফোটাতে হবে বলে জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!