এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নয়া যুক্তি দেখিয়ে আদালতে হাজিরা এড়িয়ে গেলেন ছত্রধর, ২০২১ এর আগে বাড়ছে জল্পনা !

নয়া যুক্তি দেখিয়ে আদালতে হাজিরা এড়িয়ে গেলেন ছত্রধর, ২০২১ এর আগে বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জঙ্গলমহলের একচ্ছত্র অধিপতি হিসেবে যাকে মানা হয়, সেই ছত্রধর মাহাতো সম্প্রতি দীর্ঘদিন কারাবাসের পর উল্লেখযোগ্যভাবে রাজ্য সংগঠন এর অন্যতম মুখ হয়ে উঠেছেন। জঙ্গলমহলের পরিচিত মানুষ ছত্রধর মাহাতোকে সামনে রেখেই জঙ্গলমহল পুনরুদ্ধারে নেমেছে রাজ্যের শাসক দল। তবে রাজ্যের শাসকদলের কমিটিতে ছত্রধর মাহাতো এসেছেন যখন, ঠিক তখনই তাঁর বিরুদ্ধে নতুন করে আইনি নোটিশ জারি হয়েছিল। 2009 সালের লালগড়-ঝাড়গ্রাম থানায় দায়ের হওয়া দুটি মামলায় নতুন করে তদন্ত শুরু করে এনআইএ। আর তার জেরেই ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল ছত্রধর মাহাতোর। কিন্তু হাজিরা না দিয়ে খালি অজুহাত দিয়ে চলেছেন ছত্রধর।

এর আগে ছত্রধর করোনার অজুহাত দিয়ে হাজিরা দেননি আদালতে। আর এবার নতুন অজুহাত হাজির করলেন ছত্রধর মাহাতো। তাঁর মতে, যেহেতু ট্রেন চলছে না ঠিকঠাক, তাই তিনি বিশেষ আদালতে হাজিরা দিতে পারবেন না। মূলত সিপিএম কর্মী খুন এবং রাজধানী এক্সপ্রেস আটক এই দুটি মামলায় বুধবার ব্যাঙ্কশাল কোর্ট হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। হাইকোর্টের সাজা কমানোর ফলে গত ফেব্রুয়ারীতে জেল থেকে ছাড়া পান ছত্রধর মাহাতো। তারপরেই নতুন করে এনআইএ আবার পুরনো মামলার তদন্ত শুরু করে। প্রথম মামলাটি হল 2009 এর 14 ই জুন লালগড়ের সিপিএম কর্মী প্রবীর মাহাতোকে খুন।

এবং দ্বিতীয়টি হল 27 সেপ্টেম্বর ছত্রধর মাহাতো বন্দি থাকাকালীন ঝাড়গ্রামের বাঁশতলায় ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আটক করা হয় ছত্রধরের মুক্তির দাবিতে। দু’টি মামলাতেই কোর্টে হাজিরা দেওয়ার কথা থাকলেও এদিন উপস্থিত হননি ছত্রধর মাহাতো। তাঁর আইনজীবী জানিয়েছেন, আদালতের এমন কোন নির্দেশ ছিল না, যেখানে তাঁর মক্কেলকে হাজিরা দিতেই হবে। প্রবীর মাহাতো খুনের মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী 18 ই ডিসেম্বর। আর ভুবনেশ্বর নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস আটক নিয়ে যে মামলাটি চলছে ছত্রধরের বিরুদ্ধে, সেটিরও পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 15 ই ডিসেম্বর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত রাজধানী এক্সপ্রেস আটকানোর মামলায় ছত্রধরসহ আরও 30 জনের নাম আছে এই মামলায়। এর আগেও বিভিন্ন কারণ দেখিয়ে আদালতে শুনানির দিন এড়িয়ে গিয়েছেন ছত্রধর। গত 25 সেপ্টেম্বর তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজিরা দেননি। এরপর 28 সেপ্টেম্বর করোনার রিপোর্ট পেশ করেন তিনি এবং সুস্থ হওয়ার জন্য 14 দিনের সময়সীমার আবেদন করেন ছত্রধর। গত 12 ই অক্টোবর আবার ছত্রধরের করোনা নেগেটিভ রিপোর্ট পেশ করা হয় আদালতে এবং হাজিরা দিতে বলা হয় তাঁকে। কিন্তু করোনা পরবর্তী অসুস্থতার কারণ দেখিয়ে ছত্রধর আবারও গরহাজির হন আদালতে।

গত 16 ই অক্টোবর এর শুনানিতে গরহাজির থেকে ছত্রধর আবেদন করেন আদালতে দুই সপ্তাহের বিশ্রামের জন্য। আদালতে ছত্রধরের গরহাজির হওয়া নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, একুশের বিধানসভা নির্বাচনের আগে ছত্রধর মাহাতো কি এড়িয়ে যেতে চাইছেন আইনের হাত? বিশেষজ্ঞরা মনে করছেন, ছত্রধরের আশংকা, আদালতে হাজিরা দিলে যেকোনোভাবে ছত্রধর মাহাতো দোষী প্রমাণিত হবেন। আর তাহলে জঙ্গলমহলে ছত্রধরের নতুন কর্মোদ্যোগ বাধা পাবে। তাই সে কারণেই ছত্রধরের বারংবার নতুন নতুন অজুহাত হাজির করা আদালতের হাজিরা এড়াতে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!