এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নথি না দিলেই বড়সড় বিপদ, শেষমেষ পদক্ষেপ নিলেন অভিষেক! রক্ষা পাবেন না, খোঁচা বিজেপির!

নথি না দিলেই বড়সড় বিপদ, শেষমেষ পদক্ষেপ নিলেন অভিষেক! রক্ষা পাবেন না, খোঁচা বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মঙ্গলবার সকাল থেকেই সকলের নজর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ মেনে কখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তার সমস্ত নথি জমা করেন! কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সেরকম কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছিল না। যার ফলে চর্চা শুরু হয় নানা মহলে। তাহলে কি আদালতের নির্দেশ মানবেন না বাংলার যুবরাজ? নাকি রাত বারোটার আগেই বিপদ ভয়াবহ বুঝেই সেই নথি জমা দিয়ে নিজেকে কিছুদিনের জন্য রক্ষা করে নেবেন! অবশেষে 10 তারিখ মধ্যরাতে আদালতের নির্দেশ অনুযায়ী নিজের সমস্ত নথি সময়ের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জমা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা বলছে, নথি হয়ত জমা দিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হবে না যুবরাজের। আজ না হোক কাল, তাকে ভেতরে ঢুকতেই হবে।

প্রসঙ্গত, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিপস্ অ্যাড বাউন্ডস কোম্পানির সিইও হিসেবে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরবর্তীতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে যাতে তাকে নথি জমা দিতে না হয়, তার জন্য তার আইনজীবীরা প্রচুর চেষ্টা করেন। কিন্তু বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ জানিয়ে দেন, নথি জমা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে রীতিমতো 10 তারিখ সময় বেঁধে রাত্রি 12 টার আগেই সেই নথি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আর যদি তা না করা হয়, তাহলে ইডিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যার পর থেকেই নানা মহলে একটা আলোচনা তৈরি হয় যে, এবার কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি কি ইডিকে নথি দেওয়ার মতো সাহস দেখাবেন? অবশেষে মঙ্গলবার তিনি মাঝরাতে সেই নথি জমা দিয়েছেন।

তবে নথি জমা হয়েছে জন্যেই কি এবার সমস্ত বেড়াজাল থেকে মুক্তি পেয়ে গেলেন বাংলার যুবরাজ? তাকে কি আর ডাকতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! বিজেপির দাবি, আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, নথি পাওয়ার পরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা বাদ থাকে, তাহলে কেন্দ্রীয় সংস্থা তাকে ডাকতেই পারবে। কিন্তু পুজোর সময় একমাত্র তাকে ডাকা যাবে না। দুর্নীতি যে হয়েছে, তা তো প্রমাণিত। আজ না হোক কাল, যুবরাজকে বিপাকে পড়তেই হবে। তিনি কোনোমতেই রক্ষা পাবেন না‌। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ত অনেক চেষ্টা করেছিলেন, যাতে শেষ পর্যন্ত নথি তাকে জমা দিতে না হয়। কেননা 10 তারিখ রাতে যত সময় এগোচ্ছিল, ততই তার পক্ষ থেকে কোনো পদক্ষেপ না দেখে আশঙ্কা বাড়ছিল তার ঘনিষ্ঠদের মধ্যেও‌। কিন্তু শেষ পর্যন্ত নথি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইলেন, তিনি কত বড় বীর! কিন্তু তখনই তার বীরত্বের নমুনা প্রতিষ্ঠিত হবে, যখন এই নথি দেখে সন্তুষ্ট হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই নথি জমা দিয়েছেন বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই আইনের বেড়াজাল থেকে মুক্ত হয়ে গিয়েছেন, তেমনটা নয়। আগামী দিন ইডি কি পদক্ষেপ নেয় এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের কি নির্দেশ আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!