এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আমফানের “আফটার এফেক্টে” এবার ভাসতে চলেছে উত্তরবঙ্গ? নতুন করে দুর্ভাগ্যের কালো মেঘ বাংলায়!

আমফানের “আফটার এফেক্টে” এবার ভাসতে চলেছে উত্তরবঙ্গ? নতুন করে দুর্ভাগ্যের কালো মেঘ বাংলায়!


সত্যিই বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। একদিকে করোনা পরিস্থিতিকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনিক কর্তাদের। আর তার মাঝেই রাজ্যে প্রবেশ করেছে আমফান নামক ভয়াবহ ঘূর্ণিঝড়। বুধবার সন্ধ্যা থেকে শুরু করে সারারাত রীতিমতো কলকাতা ও দুই 24 পরগনাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে এই ঘূর্ণিঝড়। তবে দক্ষিনবঙ্গের জেলাগুলো এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের ফলে বিপর্যস্ত হলেও, হালকার মধ্যে দিয়েই পরিস্থিতি আয়ত্তে রয়েছে উত্তরবঙ্গের।

কিন্তু এবার সেই উত্তরবঙ্গেও কালো মেঘ দেখা দিতে শুরু করেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাত না থাকলেও, উত্তরবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মুর্শিদাবাদ, নদিয়া সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আর দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে ভয়াবহ সাইক্লোন শুরু হওয়ায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের ভয়াবহ দূর্যোগ চলবে। ধীরে ধীরে তা উত্তর-পূর্ব দিকে বাংলাদেশে চলে যাবে। ততক্ষণ উত্তরবঙ্গের ভারী নিম্নচাপের সৃষ্টি হবে। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। কিন্তু দক্ষিণবঙ্গে এই সাইক্লোন ব্যাপক তাণ্ডব চালানোর পর এবার উত্তরবঙ্গে তার ফলে নিম্নচাপ সৃষ্টি হয়। আর সেই সাইক্লোনের প্রভাব কিছুটা হলেও উত্তরবঙ্গে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

যার ফলে দক্ষিণবঙ্গের রাস্তাতেই উত্তরবঙ্গ হাঁটতে পারে এবং পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন সকলে। তবে ইতিমধ্যেই এই ব্যাপারে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। সকলেই প্রার্থনা করছেন, যে তান্ডব দক্ষিণবঙ্গে হয়েছে, তা যেন উত্তরবঙ্গে না হয়। তবে প্রকৃতির ওপর হাত নেই কারোরই। তাই এখন পরমেশ্বরকে ডাকা ছাড়া কারো কাছেই বিকল্প কোনো উপায় নেই। সব মিলিয়ে উত্তরবঙ্গে এখন এই ভয়াবহ সাইক্লোনের এফেক্ট ঠিক কিভাবে পড়ে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!