এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পরীক্ষায় নাম্বার বাড়াতে ছাত্রদের কাছে মোটা টাকা চাইছেন শিক্ষক! অডিও ক্লিপ ভাইরাল হতেই শোরগোল

পরীক্ষায় নাম্বার বাড়াতে ছাত্রদের কাছে মোটা টাকা চাইছেন শিক্ষক! অডিও ক্লিপ ভাইরাল হতেই শোরগোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফেলো কড়ি মাখো তেল। মোটা অংকের অর্থের বিনিময়ে পরীক্ষার নম্বর বাড়িয়ে তথা পরীক্ষা বৈতরনি পার করে দেবার গুরুতর অভিযোগ উঠে এলো শিলিগুড়ি কলেজের জনৈক অধ্যাপকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়ে। একজন পুরুষ ও একজন নারী কন্ঠর এই অডিও ক্লিপে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে, অর্থের বিনিময়ে স্নাতক স্তরের এক পরীক্ষার্থীনীকে পাশ করিয়ে দেওয়ার কথা বলছেন এক অধ্যাপক। এই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায় শিলিগুড়ি কলেজে ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। তবে, এই ক্লিপটির সত্যতা যাচাই করা, এখনো পর্যন্ত সম্ভবপর হয়ে ওঠেনি।

অভিযোগ উঠেছে, মোটা অংকের টাকা নিয়ে শিলিগুড়ি কলেজের এক ছাত্রীকে পরীক্ষায পাস করিয়ে দেওয়া হবে। গতকাল শুক্রবার শিলিগুড়ি কলেজের সেই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে এই অধ্যাপকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া গত বৃহস্পতিবার সন্ধ্যাতেই এই অধ্যাপকের বিরুদ্ধে ইমেইলে কলেজ কর্তৃপক্ষকে অবগত করেছিলেন সেই ছাত্রী।

এভাবে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেবার প্রস্তাবে নিন্দার ঝড় উঠেছে শিলিগুড়ির শিক্ষামহলে। এই ঘটনায় পুলিশের কাছে যাবার কথা বলেছে তৃণমূল ছাত্র পরিষদ। শিলিগুড়ি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, ” শিক্ষক সমাজ তৈরির কারিগর। তাঁদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে আগামী প্রজন্মের কী হবে? আমরা আলোচনা করে শনিবার এনিয়ে পুলিসের দ্বারস্থ হব।”

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে এসএফআইয়ের দার্জিলিং জেলা সভাপতি সাগর শর্মার বক্তব্য হলো, ” টাকা নেওয়া বা দেওয়া দুটোই অপরাধ। ঘটনায় উপযুক্ত তদন্ত দাবি করছি। যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তা সত্য বলে মনে হচ্ছে না। এই অডিও ক্লিপ ফাঁসানোর জন্য, নাকি সত্যিই এমন ঘটেছে তা প্রশাসন তদন্ত করে দেখুক। আমরা এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। ”

শিলিগুড়ি কলেজ কতৃপক্ষ এই ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর বলেছেন, ” অডিও ক্লিপে যে ছাত্রীর কাছে টাকা চাওয়া হয়েছে, সেই ছাত্রীই অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে নালিশ করেছেন। এ ব্যাপারে কলেজের পরিচালন সমিতির বৈঠকে আলোচনা করে এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শিলিগুড়ি কলেজের অধ্যাপকের এই হীন প্রচেষ্টার বিষয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেছেন, ” অডিও ক্লিপের কণ্ঠস্বরের সঙ্গে আমাদের কলেজের এক অধ্যাপকের কণ্ঠস্বরের মিল আছে। অডিও সম্পূর্ণ যাচাই হলেই সত্য প্রকাশ্যে আসবে। তবে, এই ঘটনা বেদনাদায়ক। নিন্দার ভাষা নেই। শিক্ষকের আদর্শ ধুলোয় লুণ্ঠিত। ঐতিহ্যশালী এই কলেজ আজ কালিমালিপ্ত। আমাদের সচেতন হতে হবে।

তবে এ প্রসঙ্গে ওয়েবকুটার দার্জিলিং জেলা সভাপতি সুমন্ত ভট্টাচার্য বলেছেন যে, ওই অধ্যাপককে অভিযোগের কাঠগড়ায় তোলবার পূর্বে ওই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করা একান্ত ভাবে প্রয়োজনীয়।

শিলিগুড়ি কলেজের এই অধ্যাপকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে যাবার কথা বলা হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেছেন, ” এই অডিও ক্লিপ ইস্যুতে শনিবার পুলিসের কাছে অভিযোগ জানানো হবে।”

কিন্তু এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য তিনি এ ব্যাপারের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে তাঁর নামে বদনাম করার অপচেষ্টা চালাচ্ছে।

শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, উত্তবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মেনেই এ ব্যাপারে তারা উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেইসঙ্গে আগামী সোমবার এই বিষয়ে কলেজের পরিচালন সমিতির একটি বিশেষ বৈঠক বসতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!