এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পেট্রোল-ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এবার অভিনব প্রতিবাদ তৃণমূলের, জল্পনা তুঙ্গে

পেট্রোল-ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এবার অভিনব প্রতিবাদ তৃণমূলের, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম রীতিমতো ঊর্দ্ধমুখী। এ রাজ্যেও পরিস্থিতি একইরকম। রাজ্যের পেট্রোলের দাম ইতিমধ্যেই শতকের ঘর ছুঁয়ে ফেলেছে। ডিজেল 100 ছাড়ানোর পথে। গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকার বারবার অভিযোগের আঙুল তুলছে কেন্দ্রীয় সরকারের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।

আর এবার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা বেছে নিল হুগলী জেলা তৃণমূল নেতৃত্ব। কার্যত পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে পারলৌকিক ক্রিয়ার নাম দিয়ে সেই উপলক্ষে এবার প্রধানমন্ত্রীকে রীতিমতো শ্রাদ্ধের চিঠি পাঠানো হলো। এক্ষেত্রে অবশ্য শ্রাদ্ধানুষ্ঠানের দিন ঠিক করা হয়নি, সে দিন ঠিক করার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ওপরে। আজকে হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পিডপোস্টের মাধ্যমে এই শ্রাদ্ধের চিঠি পাঠানো হয়েছে দিল্লি দরবারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুন্তল রায় জানিয়েছেন, এরপর থেকে বারবার এরকম চিঠি যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে। জানা গিয়েছে, শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে যেভাবে কার্ড ছাপিয়ে বিতরণ করা হয়, ঠিক সেভাবেই সাদাকালো হরফে একেবারে নিয়ম-নীতি মেনে আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে তা নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই পথে নেমেছে। তবে  প্রতিবাদ অত্যন্ত অভিনব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হুগলি যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রতিবাদের ভাষা হিসেবে এই রাস্তাই অবলম্বন করা হলো। যতদিন না মূল্যবৃদ্ধি কমবে প্রয়োজনীয় জিনিসের, ততদিন পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করার পাশাপাশি এভাবেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়ম করে শ্রাদ্ধের কার্ড পাঠানো হবে প্রধানমন্ত্রীর দপ্তরে। কার্যত যুব তৃণমূলের এই প্রতিবাদ ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের এহেন প্রতিবাদ কার্যত চোখ টানছে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!