এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল বিধায়কের অভিনব প্রতিবাদ, তীব্র জল্পনা

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূল বিধায়কের অভিনব প্রতিবাদ, তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে মূল্য বৃদ্ধি এবং পেট্রোল-ডিজেলের নিত্য দাম বৃদ্ধির কারণে রীতিমতন নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। এই রাজ্যের পরিস্থিতিটা আলাদা কিছু নয়। লিটার প্রতি পেট্রোলের দাম আর কদিন পরেই 100 ছোঁবে বললেই হয়। একই সাথে ডিজেলও দৌড়াচ্ছে একশোর ঘরে যাবে বলে। এই অবস্থায় অভিনব প্রতিবাদে নামলেন রাজ্যের অন্যতম হেভিওয়েট বিধায়ক। শনিবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 97.97 টাকা। একইভাবে ডিজেলের দাম দাঁড়িয়েছে 91.50 টাকা। করোনা আবহে ইতিমধ্যেই বহু মানুষ কাজ হারিয়েছেন। তারমধ্যে যেভাবে নিত্যদিন মূল্যবৃদ্ধি হচ্ছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা।

এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের অন্যতম বিধায়ক মদন মিত্র আজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করলেন অভিনব প্রতিবাদ। একেবারে ভিড় রাস্তায় রিকশা টেনে তিনি প্রতিবাদের অন্যতম দৃষ্টান্ত স্থাপন করলেন বলে মনে করা হচ্ছে। মদন মিত্রর কথায় যেভাবে নিত্যদিন জ্বালানির দাম বাড়ছে, তাতে খুব তাড়াতাড়ি পেট্রোলের দাম 100 টাকা পেরিয়ে যাবে। ফলস্বরূপ রিক্সাই হয়ে উঠবে আগামী দিনে আমজনতার ভরসা। আর তাই রিকশা টেনেই প্রতিবাদ করলেন মদন মিত্র। রিক্সাওয়ালাকে মদন মিত্র নতুন জামা ঊপহার দিয়ে তাঁকে একেবারে রিকশায় বসিয়ে টানতে শুরু করেন কামারহাটির বিধায়ক। মদন মিত্রকে এইরূপে দেখে কৌতূহলী জনতা ভিড় করে দাঁড়িয়ে পড়ে রাস্তায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই অভিনব প্রতিবাদ সাধারণ মানুষের যে দৃষ্টি আকর্ষণ করেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, গত 4 মে থেকে এখনো পর্যন্ত লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 7.71 টাকা। একইভাবে ডিজেলের দাম বেড়েছে 7.87 টাকা। রাজধানী দিল্লিতেও অবস্থা তথৈবচ। সেখানেও 1 লিটার পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে 98.11 টাকা এবং 88.65 টাকা। মুম্বাইতে আমজনতার তো মাথায় হাত, কারণ সেখানে ইতিমধ্যেই পেট্রোলের খরচ 100 টাকা পেরিয়ে গিয়েছে। ডিজেলও আর কদিন পরে তাই হবে। জানা গিয়েছে, এখনো পর্যন্ত এগারটি রাজ্যে পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে বিরোধীরা।

আজ সেই রাস্তায় বিধায়ক মদন মিত্রও যেভাবে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করলেন তা অত্যন্ত উল্লেখযোগ্য। তবে এই প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কমাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিশেষজ্ঞদের মতে, যেভাবে নিত্যদিন মূল্যবৃদ্ধি হচ্ছে এবং পেট্রোল-ডিজেলের দাম মাত্রাছাড়া হারে বেড়ে চলেছে তাতে কিন্তু দেশের সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন। সেক্ষেত্রে সাধারণের ক্ষোভের মুখে কিন্তু এবার পড়ছে কেন্দ্রীয় সরকার। তাই পরিস্থিতি যদি এখনই না সামলানো যায়, তাহলে 2024 এর লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা গেরুয়া শিবিরের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!