এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রাক্তন তৃণমূল সাংসদই বিজেপি প্রার্থী? ফ্লেক্স ঘিরে চাঞ্চল্য, শাসকদলের ষড়যন্ত্রের অভিযোগ!

প্রাক্তন তৃণমূল সাংসদই বিজেপি প্রার্থী? ফ্লেক্স ঘিরে চাঞ্চল্য, শাসকদলের ষড়যন্ত্রের অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের 19 ডিসেম্বর অমিত শাহের হাত ধরে মেদিনীপুর থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকি। আর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পরেই তাকে নিয়ে দলের অন্দরে প্রশ্ন তৈরি হয়েছিল‌। তবে শেষে অবশ্য রাজ্য নেতৃত্বের কড়া নির্দেশের পর সেই সমস্যা মিটে যায়। কিন্তু যে বিজেপি দলে আলোচনা করে প্রার্থী ঠিক হয় বলে দাবি করেন দলের হেভিওয়েট নেতৃত্বরা, সেখানে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দশরথবাবু কি এবার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে থেকে প্রার্থী হচ্ছেন?

রবিবার একটি ফ্লেক্স প্রকাশ্যে আসার পর রীতিমত এই প্রশ্ন উঠতে শুরু করেছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। যেখানে ফ্লেক্সের মধ্যে দিয়ে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে লড়বার জন্য সুযোগ করে দেয়ায় কৈলাশ বিজয়বর্গী এবং দিলীপ ঘোষকে প্রণাম জানানো হয়েছে। আর ফ্লেক্সার একদম শেষের লাইনে লেখা রয়েছে দশরথ তিরকির নাম। আর এই ঘটনা নিয়েই এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে।

বিশেষ সূত্র মারফত খবর, রবিবার একটি ফ্লেক্স প্রকাশ্যে আসে। যেখানে লেখা থাকতে দেখা যায়, আসন্ন বিধানসভা নির্বাচনে কুমারগ্রাম থেকে লড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৈলাশজী এবং দিলীপদাকে আমার শত কোটি প্রণাম। আর তার নীচেই লেখা রয়েছে দশরথবাবুর নাম। স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে যখন আলোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী ঘোষণা করে, তখন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই কেন এই রকম কাণ্ড ঘটালেন প্রাক্তন সাংসদ?

এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তাহলে কি বিজেপি নেতৃত্বদের সাথে তাঁর কথা হয়েছে? আর সেখান থেকেই পাকাপোক্ত খবর পেয়ে তিনি এই ফ্লেক্স টাঙ্গিয়েছেন? একাংশের প্রশ্ন, এভাবে কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়তে শুরু করবে না! কেননা এমনিতেই এই দশরথ তিরকিকে নিয়ে প্রথম থেকে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সেই তাকে নিয়ে একাংশের ক্রমশ আপত্তি তৈরি হয়েছিল। আর সেই তার নামেই প্রার্থী দিয়ে ফ্লেক্স টাঙানোয় বিজেপি যে যথেষ্ট সমস্যার মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “এই ঘটনার পিছনে তৃনমূল ছাড়া কারো হাত নেই। আমাদের দলের কর্মীদের বিভ্রান্ত করতেই ওরা পরিকল্পনামাফিক এ কাজ করেছে। দশরথবাবু এবং স্থানীয় নেতৃত্বকে কুমারগ্রাম থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার নির্দেশ করেছি।” তবে তৃনমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও তাকে গুরুত্ব দিতে নারাজ তৃনমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “আমাদের দল মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে ব্যাস্ত। কর্মীদের খেয়েদেয়ে কাজ নেই, বিজেপিতে কি হচ্ছে, তা নিয়ে ভাববেন। দলবদলুদের নিয়ে আমাদের ভাবার সময় নেই।” তবে যে যাই বলুন না কেন, পরিস্থিতি যে ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, তা বলাই যায়।

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি শৃঙ্খলা পরায়ন দল বলে দাবি করেন দলের নেতা কর্মীরা। কিন্তু এই ঘটনার ফলে বিজেপির অন্তর্কোন্দল যেমন বৃদ্ধি পেল, ঠিক তেমনই বিজেপি কর্মীরা এর ফলে দ্বিধাবিভক্ত হয়ে পড়বেন বলেই মনে করছেন একাংশ, সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!