এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রায় চার ঘণ্টা ধরে নানা টানাপড়েন এবং বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যেই ৮৭ ভোটে জয়

প্রায় চার ঘণ্টা ধরে নানা টানাপড়েন এবং বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যেই ৮৭ ভোটে জয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় মাসখানেক আগে কেরালায় একটি বড় ধরনের সোনা পাচারকারীদের কথা কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের নজরে আসে। আরব থেকে ষড়যন্ত্র করে ৩০ কেজি সোনা আনা ও সোনা পাচারের অভিযোগে স্বপ্না সুরেশ নামের এক মহিলাকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অভিযুক্ত স্বপ্নার সঙ্গে ঘনিষ্টতার থাকার কারনে বিজয়ন সরকারের তথ্য প্রযুক্তি সচিব এম শিবশঙ্করের জড়িত থাকার কথা শোনা যায়। এরপরই কেরালা সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিরোধী দল ইউডিএফ বিজয়ন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। যে প্রস্তাবে কেরালার সমস্ত বিরোধী দলগুলি সমর্থন জানায়।

আজ কেরালা বিধানসভা ছিল পিনারাই বিজয়ন সরকারের শক্তি পরীক্ষার দিন। আজ অধিবেশন শুরু হতেই বিরোধী সরকারকে নানা ব্যঙ্গ-বিদ্রুপ ও প্রশ্নবানে জর্জরিত করতে শুরু করে বিরোধী দলগুলো । বিজয়ন সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করে বিরোধীরা। বিরোধী দলে ও শাসক দলের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান পদত্যাগের স্লোগান পর্যন্ত উঠতে শুরু করে।

এরপর মুখ্যমন্ত্রী বিজয়ন তাঁর সরকারের বিভিন্ন সাফল্যগুলি বিরোধীদের সামনে তুলে ধরতে শুরু করেন। কিন্তু বিরোধীরা সোনা কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। তখন মেজাজ হারিয়ে ফেলেন পিনারাই বিজয়ন। বিরোধীদের উদেশ্যে বলেন, ” “আমি উত্তর দিচ্ছি। কিন্তু আপনারা শুনতে চাইছেন না কেন? ” এরপর বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ” এখনও পর্যন্ত কোনও তদন্তকারী সংস্থা মুখ্যমন্ত্রী বা তাঁর দফতরের নাম উল্লেখ করেছে? সরকারের কেউ কি গ্রেফতার হয়েছে?” সোনা পাচার কাণ্ডে তিনি ও তাঁর দল কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে সব রকম ভাবে সহযোগিতা করেছেন বলেও তিনি দাবি করেন। সেই সঙ্গেই জানান সংবাদমাধ্যম সরকারের বদনাম করার অন্যায় ষড়যন্ত্র করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এতেও শান্ত করা যায় না বিরোধী দলগুলোকে। বিরোধীদল ইউডিএফ এর বিধায়ক ভি ডি সতীশনই এসময়ে রাজ্যসকরকে অভিযোগের কাঠগড়ায় তুলে উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নাটকর ব্রুটাস চরিতের সঙ্গে কেরালার মুখ্যমন্ত্রীর তুলনা করেন । এ প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, ” ব্রুটাস যে কিনা জুলিয়াস সিজারকে হত্যা করেছিল, তাকেও ‘সম্মাননীয় ব্যক্তি’ বলা হয়।” এর পরেই মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ- বিদ্রুপ বানে জর্জরিত করে তাকে বলতে শোনা যায়, “ আমাদের মুখ্যমন্ত্রীও এক জন সম্মাননীয় ব্যক্তি। জাহাজের ক্যাপ্টেন। কিন্তু তিনি জাহাজকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। কারণ তাঁর মন্ত্রিসভাতেও তো গলদ রয়েছে। আগেই মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম। কিন্তু কখনওই টের পাইনি যে মুখ্যমন্ত্রীর দফতরই পাচারের সদর দফতর হয়ে উঠেছে। ”

কিন্তু শেষে হাসি চওড়া হলো বিজয়ন সরকারএর ই । শেষ পর্যন্ত পিনারাই বিজয়ন সরকারের কাছে পরাজয় স্বীকার করতে হলো সমস্ত বিরোধীদের। প্রায় চার ঘণ্টা টানাপোড়েনের পর দেখা গেল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট সহ সমস্ত বিরোধীদের পক্ষে মোট ভোট পড়েছে ৪০ টি। কিন্তু রাজ্য সরকারের পক্ষে পড়েছে ৮৭ টি। ফলে বিরোধী দলগুলিকে তারা খুব সহজেই পরাস্ত করতে সক্ষম হয়। এরপর বিরোধী দলগুলোর বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিরোধী দল কংগ্রেস ও মুসলিম লীগের প্র্রতি তিনি বলেন, ” বিজেপির বি টিম হিসেবে কাজ করছে কংগ্রেস। ক্ষমতার লালসায় বাম সরকারের বিরুদ্ধে ভুয়ো রটনা করছে তারা।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!