এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্রেকিং নিউজ – মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পরেই হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে মামলার জাল বিছোনো শুরু

ব্রেকিং নিউজ – মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পরেই হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে মামলার জাল বিছোনো শুরু


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – আসন্ন লোকসভা নির্বাচনের আগেই রীতিমত জমজমাট রাজ্য-রাজনীতি। একদিকে যখন রাজ্য থেকে ৪২ এ ৪২ করার হুঙ্কার ছাড়ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে তখন তৃণমূল কংগ্রেসেই বড়সড় ভাঙন ধরানোর লক্ষ্যে গেরুয়া শিবির। বিশেষ করে একদা শাসকদল তৃণমূল কংগ্রেসের অঘোষিত দুনম্বর নেতা মুকুল রায় – তিনি দলের সঙ্গে মতানৈক্যগত দূরত্ত্বের জেরে দলীয় ও জনপ্রতিনিধিমূলক সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন।

কিন্তু এর পরিপ্রেক্ষিতে তাঁকে শুনতে হয় ‘গদ্দার’ থেকে শুরু করে বিভিন্ন অরাজনৈতিক শব্দের ব্যক্তিগত আক্রমন। শুনতে হয়েছে – মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রচ্ছায়া থেকে বেরিয়ে যাওয়ায় তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নাকি সমাপ্ত! এমনকি মুকুলবাবুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে প্রবল বাম জমানাতেও যেখানে একটা জিডি পর্যন্ত হয় নি, সেখানে তৃণমূল ছাড়ার পর তাঁর বিরুদ্ধে ২৯ টা মামলা করা হয়েছে এবং সবগুলিই ‘মিথ্যা’ মামলা। আর তাই, আসন্ন লোকসভা নির্বাচনেই তিনি শাসকদলে বড়সড় ভাঙন ধরিয়ে বাজিমাত করতে চান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই উপলক্ষে তিনি ইতিমধ্যেই সৌমিত্র খাঁ থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা, ভারতী ঘোষ থেকে শুরু করে নিশীথ প্রামানিক – একের পর এক তৃণমূলী হেভিওয়েটকে গেরুয়া শিবিরে নিয়ে এসেছেন। জল্পনা উঠেছে, এবার নাকি তাঁর হাত ধরে রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী, তাঁর অধ্যাপিকা বান্ধবী ও উত্তরবঙ্গের এক যুব সাংসদ বিজেপিতে পদার্পন করতে চলেছেন। এরই মাঝে জল্পনা বাড়িয়ে, গতকাল সন্ধ্যেবেলায় তিনি তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েট বিধায়কের সঙ্গে দেখা করেন। যে বৈঠক ঘিরে জল্পনা ছড়ালেও, মুকুলবাবু স্পষ্ট জানিয়ে দেন সেই বৈঠক কার্যত ‘সৌজন্য বৈঠক’ ছিল।

কিন্তু, গোপন সূত্রের খবর – এই বৈঠককে মোটেই ভালোভাবে নেয় নি শাসকদল। গতকালের ওই বৈঠকের পরেই আজ ওই বিধায়ককে রাজ্যের এক ডাকসাইটে মন্ত্রী তথা জেলা সভাপতি দু-দুটি বৈঠকে ডাকেন। কিন্তু কোনো বৈঠকেই উপস্থিত হন নি মুকুলবাবুর সঙ্গে বৈঠক করা ওই হেভিওয়েট বিধায়ক। ‘শরীর খারাপ’ ও ‘ব্যক্তিগত কাজ আছে’ বলে ওই দুই বৈঠকে তিনি অনুপস্থিত হওয়ার পরেই – তাঁর বিরুদ্ধে মামলার তোড়জোড় শুরু হয়ে গেছে। ওই বিধায়কের এক ঘনিষ্ঠ যুবনেতা অনুগামীর কথায়, বিধায়কের কাছে এই মামলার সব খবরই আছে এবং সেই মামলা আদতে নাকি ‘মিথ্যা মামলা’ হতে চলেছে। সুতরাং, সেই মামলা সরকারিভাবে হলেই তিনি তাঁর পরবর্তী পদক্ষেপের কথা সরকারিভাবেই জানাবেন। সব মিলিয়ে রীতিমত ‘টাগ অফ ওয়ার’ শুরু রাজ্য-রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!