এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অভিজ্ঞতা থেকে শিক্ষা, পৌরভোটে সন্ত্রাস মোকাবিলায় তৈরি বিজেপি!

অভিজ্ঞতা থেকে শিক্ষা, পৌরভোটে সন্ত্রাস মোকাবিলায় তৈরি বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতীতে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে সদ্য সমাপ্ত কলকাতা পৌরসভার ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু প্রতিবার বিজেপি অভিযোগ করেই থেমে যায়। তবে তাকে মোকাবিলা করার মতো কোনো ব্লু প্রিন্ট তৈরি করতে দেখা যায়নি গেরুয়া শিবিরকে। সামনেই একাধিক পৌরসভার নির্বাচন রয়েছে। তাই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিভাবে সেই সন্ত্রাসের মোকাবিলা করা যায়, এবার তার জন্য প্রস্তুত হতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “পৌরভোটে এত সন্ত্রাস হবে, ভাবতে পারিনি। বোঝার চেষ্টা করছি, কি পরিমান অসুবিধা হয়েছে, কোথায় কোথায় ঝামেলা হচ্ছে। সেই জায়গাগুলো অনুধাবন করে পরবর্তীকালে যাতে লড়াই করতে পারি, প্রতিরোধ করতে পারি, সেই বিষয়ে আলোচনা হচ্ছে।”

একাংশ বলছেন, বিজেপির নেতা কর্মীরা চাইছে, তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে। কিন্তু ভোটের সময় ব্যাপক সন্ত্রাস হওয়ার কারণে অনেক সময় মাথা নত করতে হয় গেরুয়া শিবিরের নেতা কর্মীদের। তবে ভবিষ্যতে আর যাতে এমনটা না হয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে গেরুয়া শিবির। সুকান্তবাবুর বক্তব্যের মধ্যে দিয়ে তেমনটাই উঠে এলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!