এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাহুল কান্ড উত্তাপ বাড়াচ্ছে বিজেপির অন্দরে, ক্রমশ চওড়া হচ্ছে আদি-নব্য দ্বন্দ্ব

রাহুল কান্ড উত্তাপ বাড়াচ্ছে বিজেপির অন্দরে, ক্রমশ চওড়া হচ্ছে আদি-নব্য দ্বন্দ্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিজেপি দলের কেন্দ্রীয় পদাধিকারীদের নতুন তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, বিজেপি নেতা রাহুল সিনহাকে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অপসারিত করে বসানো হয়েছে মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরাকে। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন বিজেপি নেতা রাহুল সিনহা।

আবার মুকুল রায় অধিষ্টিত হয়েছেন দলের বিশেষ গুরুত্বপূর্ণ পদে। এর ফলে মুকুল রায়ের কিছু অনুগামীদেরও ঘটেছে পদ প্রাপ্তি। কিন্তু সারদার, নারোদা কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত মুকুল রায়কে দলের গুরুত্বপূর্ণ পদ দেবার ফলে, নতুন-পুরনো দ্বন্দ্ব শুরু হয়েছে বিজেপি দলে। অভিযোগ উঠেছে, বিজেপিতে তৃণমূল ছেড়ে আসা নবাগত নেতা-নেত্রীরাই পদ পাচ্ছেন, কিন্তু এতদিন ধরে যারা দলটি চালিয়ে এসেছেন তারা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন। বিক্ষোভ ক্রমশই বাড়ছে দলের অন্দরে। এতদিন যারা দলের সেবা করেছেন, তাদের অনেকেই আজ পেছনের সারিতে। যার ফলে বিক্ষুব্দ বহু নেতা-কর্মী।

রাহুল সিনহা দলের প্রতি আক্ষেপ করে বলেছেন, ” তৃণমূল থেকে নেতা আসছেন বলে আমাকে সরতে হল, এটা আমার কাছে্ বড় অপমান। ৪০ বছর দল করার পর এটা আমার পুরস্কার।” কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অপসারিত রাহুল সিনহা দলকে আগামী দশ- বারো দিনের মধ্যে যা জানাবার তা জানিয়ে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। বিজেপি নেতা মুকুল রায়, শিব প্রকাশ চেষ্টা করেও তাঁকে শান্ত করতে পারেননি।

রাহুল সিনহাকে গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত করার পরই কিছু বিজেপি সদস্য দল ত্যাগের ব্যাপারে চিন্তাভাবনা করছেন। অনেকে আবার নিজেদেরকে দলে নিষ্ক্রিয় ও কোনঠাসা রেখে দলের বিরুদ্ধে নেমেছেন প্রতিবাদে। কিছু আদি বিজেপি নেতা দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, উত্তর ২৪ পরগনায় বিজেপির বৈঠক চলাকালেই জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে বিক্ষোভে উদ্যত হলেন শতাধিক বিজেপি সদস্যরা। তাদের অভিযোগ, দলের পুরোনো কর্মীরা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছেন। কাজের লোক হলেও এদের কাজ দেওয়া হচ্ছে না।

দক্ষিণ ২৪ পরগনায় জেলা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন দলের বেশকিছু পুরোনো কর্মী। চলে বিক্ষভ, ধস্তাধস্তি, ভাংচুর। এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি জেলার সাধারণ সম্পাদক ও জনৈক মন্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ করলেন।

বাঁকুড়া জেলাতেও দুজন মন্ডল সভাপতিকে অপসারণের ঘটনা নিয়ে দেখা গেলো ব্যাপক গোষ্ঠী কোন্দল। বিক্ষোভ দেখালেন একদল বিজেপি সদস্য। তবে এ বিষয়ে বাঁকুড়া জেলা সভাপতি জানিয়েছেন যে, বিক্ষোভে অংশগ্রহণকারী কেউই বিজেপি সদস্য নন।

প্রসঙ্গত, রাহুল সিনহার অনুগামী নেতাকর্মীরা দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছেন। বিজেপি দলের এই ব্যাপক গোষ্ঠী কোন্দলের জন্য অনেকেই রাহুল অনুগামীদের অভিযুক্ত করছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!