এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলযাত্রাকে ঝঞ্ঝাটমুক্ত করতে রেলের বিশেষ উদ্যোগ, জানুন বিস্তারিত

রেলযাত্রাকে ঝঞ্ঝাটমুক্ত করতে রেলের বিশেষ উদ্যোগ, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গণপরিবহন ব্যবস্থার মধ্যে রেল যে জনপ্রিয়তম, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। দেশের বিভিন্ন স্টেশনে দিনরাত লক্ষ্য করা যায় যাত্রীদের সমাগম। তবে ব্যস্ত সময়ে বিরাট লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা অনেকের পক্ষেই বিরক্তিকর। বিশেষ করে দূরপাল্লার টিকিট কাটতে বহু সময় লাইনে দাঁড়াতে হয়। তবে, এবার থেকে সহজেই দূরপাল্লার টিকিট কাটার এক বিশেষ ব্যবস্থা করলো ভারতীয় রেল।

প্রসঙ্গত, বেশ কিছু স্টেশনের ধারে বেসরকারি কিয়স্কের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা কয়েকবছর ধরেই রয়েছে। ব্যস্ততার সময় ভিড়-ভাট্টা এড়াতে অনেকেই টিকিট কাটতে যান বেসরকারি কিয়স্কে। তবে, বেসরকারি কিয়স্কের মাধ্যমে টিকিট কাটতে গেলে, কিছু বাড়তি অর্থ চলে যায়। তবুও, ব্যস্ত সময়ে ভিড়-ভাট্টা এড়াতে অনেকেই পছন্দ করেন বেসরকারি কিয়স্ক। তবে, এখনো পর্যন্ত বেসরকারি কিয়স্কের দ্বারা শুধুমাত্র লোকাল ট্রেনের টিকিট পাওয়া যায়। কিন্তু, এবার থেকে দূরপাল্লার ট্রেনের টিকিটও পাওয়া যাবে এই বেসরকারি কিয়স্কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনটি সংস্থাকে দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রির অনুমতি দেয়া হলো। এই সংস্থাগুলি থেকে নির্ঝঞ্ঝাটে, নিরাপদে, ভিড় এগিয়ে দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়া যাবে। তবে এর জন্য কিছু বাড়তি চার্জ দিতে হবে। তবে, তা অতি সামান্যই। তাই রেলের এই পদক্ষেপের ফলে যথেষ্ট উপকৃত হবেন বহু মানুষ।

এ প্রসঙ্গে অনুমোদন পাওয়া এক সংস্থার জনৈক কর্মী জানালেন যে, কোন বড় গ্রুপ, কোন ট্রাভেল কম্পানি বা কখনো বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে যাবার জন্য অনেকে টিকিট কেটে থাকেন। এক্ষেত্রে সকলকে তাঁরা এক কামরায় জায়গা করে দেবার চেষ্টা করবেন। যাতে তাঁরা সকলেই বিশেষ সুবিধা পাবেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেসরকারি কিয়স্কে দূরপাল্লার টিকিট কাটার ব্যবস্থা হলে, একদিকে যেমন রেলযাত্রীদের সুবিধা হবে। অন্যদিকে তেমনি রেলের টিকিট বিক্রির হার আরও বৃদ্ধি পাবে।

পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বেসরকারি কিয়স্ক থেকে দূরপাল্লার টিকিট কাটতে গেলে সাধারণ স্লিপার টিকিটের জন্য অতিরিক্ত ২০ টাকা দিতে হবে। প্রথম শ্রেণীর জন্য, এসি ৩ টায়ার, ২ টায়ার বা এসি চেয়ার কারের জন্য অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে। প্রসঙ্গত, ইন্টারনেট ক্যাফে থেকেও দূরপাল্লার টিকিট কাটার ব্যবস্থা আছে, কিন্তু এ ক্ষেত্রে চার্জ যা পড়ে, তার চেয়ে এর চার্জ অনেকটাই কম রয়েছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!