এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজীব কুমারকে আবার হেফাজতে চেয়েছে সিবিআই, এ প্রসঙ্গে কি বললেন দিলীপ ঘোষ? আসুন জেনে নিন

রাজীব কুমারকে আবার হেফাজতে চেয়েছে সিবিআই, এ প্রসঙ্গে কি বললেন দিলীপ ঘোষ? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে গতকাল শনিবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই এর ২৭৭ পাতার আবেদনপত্রে রয়েছে কুণাল ঘোষ, দেবযানী মুখোপাধ্যায় সহ সারদা মামলায় বেশকিছু অভিযুক্তদের বয়ান। তবে, এ বিষয় নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ও বর্তমান তথ্য প্রযুক্তি সচিব রাজীব কুমার। তবে, ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

সিবিআই সারদা মামলায় অভিযুক্ত একাধিক ব্যক্তির কথা উল্লেখ করেছে তাদের বয়ানে। যার মধ্যে অন্যতম হলো ২০১৩ সালে ইডিকে দেওয়া কুণাল ঘোষের বয়ান। যেখানে জানানো হয়েছে যে, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে যথেষ্ট পরিমাণ অর্থ খরচ করেছিলো সারদা ও অ্যালকেমিস্ট নামের দুটি সংস্থা। জানা যায় সেসময় মোট ২০৫ জন প্রার্থীকে ২৫ লক্ষ টাকা দেয়া হয়েছিল। অভিযোগ উঠেছে এই অর্থ দেবার মূল দায়িত্বে ছিলেন বিজেপি নেতা মুকুল রায় ও প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার প্রমুখরা।

গতকাল এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন রাজীব কুমার যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতেন, তাহলে এমন অবস্থা হত না। তিনি অভিযোগ করেছেন যে, রাজীব কুমার প্রভাবশালীদের ছাড় দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেছেন, রাজীব কুমারের নেতৃত্বে পুলিশ অত্যাচার করে তাঁকে বলির পাঠা করেছিল। তিনি জানিয়েছেন, এই মামলার ষড়যন্ত্রকারীদের মধ্যে অনেকেই এখন বিজেপিতে। বিজেপি নেতা মুকুল রায়কে দ্রুত গ্রেপ্তার করার দাবি করেন তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানান নি বিজেপি নেতা মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই মামলায় অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় এর ইডিকে দেওয়া বয়ানের কপি সিবিআই উল্লেখ করেছে। যেখানে বলা হয়েছে যে, দেবযানী মুখোপাধ্যায়কে গ্রেপ্তারের পর বিধান নগর পুলিশ এই মামলার নথি উদ্ধারের জন্য তাঁকে একাধিকবার মিডল্যান্ডের অফিসে নিয়ে গিয়েছিল। সেখানে ২৩ দিন ধরে পুলিশের হাতে একাধিক নথি তুলে দিয়েছিলেন দেবযানী মুখোপাধ্যায়। বিভিন্ন নথি, ক্যাশবুক বিধান নগর পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল।

সিবিআইয়ের পক্ষ জানানো হয়েছে যে, এটি এক বিরাট ষড়যন্ত্রর অঙ্গ। সিবিআইয়ের অভিযোগ, বিধান নগর পুলিশের তৎকালীন কমিশনার হিসেবে রাজীব কুমার কখনোই তাঁর দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এই সমস্ত কিছু সুপ্রিম কোর্টে দেওয়া আবেদনে উল্লেখ করে রাজীব কুমারকে হেফাজতে আনার আবেদন করে সিবিআই।

আজ এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানালেন যে, অনেকের কথাই বলা হয়েছে। আদালতই সবকিছু ঠিক করবে। রাজীব কুমার ছাড়া আরও অনেকের কথা এখানে বলা হয়েছে। আদালত এখানে কি নির্দেশ দেয়? সেটাই দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!