এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনার ভ্যাকসিন হাতে পাবার আশায় চাতকের মত অপেক্ষারত দেশবাসী তথা বিশ্ববাসী। এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামী মাসেই দেশে করোনার ভ্যাকসিন চলে আসতে পারে। সম্প্রতি কোভ্যাকসিনের ট্রায়াল চলছে নাইসেডে। কোভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি বা এনটিভির সহযোগিতায় কোভ্যাকসিন তৈরী করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক। এবারে কোলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হতে চলেছে রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’র তৃতীয় পর্যায়ের ট্রায়াল।

কলকাতার সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি’ র পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে। আবার পিয়ারলেস হাসপাতালেও এর ট্রায়াল শুরু হতে চলেছে। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-র প্রয়োগের সবুজ সংকেত দেয়া হয়েছে হাসপাতালের টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির পক্ষ থেকে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। মোট ১০০ জনকে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পিয়ারলেস হাসপাতালেও এই রাশিয়ান ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। এথিকস কমিটি এই ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে গত ১৭ ই ডিসেম্বর। সম্প্রতি দেশের মোট ১৫ টি চিকিৎসা কেন্দ্রে এই ভ্যাকসিনের ট্রায়াল চলবে। দেশের মোট ১৫০০ জন মানুষ এতে অংশগ্রহণ করবেন। কলকাতা থেকে মোট ১০০ জনকে পরীক্ষামূলকভাবে এই টিকা দেয়া হবে। সমস্ত কিছু দ্রুত সম্পন্ন করে দ্রুত টিকা বাজারে আনার পদক্ষেপ নেয়া হচ্ছে।

কলকাতায় যে ১০০ জনকে এই টিকা দেওয়া হবে, তাদের মধ্যে ৭৫ জনকে ভ্যাকসিন দেওয়া হবে, ২৫ জনকে দেওয়া হবে ভ্যাকসিনের মতো নিরাপদ প্ল্যাসিভো তরল। পশ্চিমবঙ্গে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ক্লিনিমেট নামের একটি সংস্থা। ক্লিনিমেট সংস্থার কর্ণধার স্নেহেন্দু কোনার জানিয়েছেন যে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিজিয়াই ছাড়পত্র দিলেই ট্রায়াল শুরু হবে। এই ভ্যাকসিন মাইনাস কুড়ি ডিগ্রী সেন্টিগ্রেট তাপমাত্রায় রাখতে হবে। হাসপাতালে এই পরিকাঠামো আছে। হাসপাতালে যদি এই পরিকাঠামো না থাকে, তবে ক্লিনিমেট সংস্থাই সেই ব্যবস্থা করে দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!