এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > সাবধান! এই ৫২ টি আপ কি আপনার মোবাইলে আছে? আপনার সব তথ্য হাতিয়ে নিয়ে আপনার সর্বনাশ করছে চীন!

সাবধান! এই ৫২ টি আপ কি আপনার মোবাইলে আছে? আপনার সব তথ্য হাতিয়ে নিয়ে আপনার সর্বনাশ করছে চীন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমাদের জীবনে মুঠোফোন এখন এক আবশ্যিক অংশ হয়ে উঠেছে নিত্যদিনের জীবনযাত্রায়। ছোট্ট একটা মুঠোফোনের মাধ্যমে পৃথিবীর সব কিছু মুহূর্তের মধ্যে চলে আসে সামনে। শুধু তাই নয়, নিজের কর্ম জগতকেও আজ মানুষ মুঠোফোনে বন্দী করেছে। কিন্তু মুঠোফোনের আড়ালে চলছে আরেক গোপন ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারী আমাদের পড়শি দেশ চীন। আর এই ষড়যন্ত্রের কথাই এবার আম জনতার সামনে নিয়ে এসেছে ইন্টেলিজেন্স রিপোর্ট।

আমাদের মুঠোফোন অ্যাপ সমৃদ্ধ। কারোর ফোনে গান শোনার অ্যাপ, কারোর ফোনে নিজের ছবিকে সমৃদ্ধ করে তোলার অ্যাপ, নিজের ফোনকে আরও উন্নত করে তুলতে ব্যবহার করে বিশেষ অ্যাপ। যার মধ্যে অনেকগুলোই আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের জীবনযাত্রার রহস্যকে তুলে দিচ্ছে অন্য কোন দেশের হাতে। হ্যাঁ, অন্য কোন দেশ, যেখানে চীনের নাম উঠে আসছে বারবার। বর্তমানে ভারতে ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী 52 টি চীনা অ্যাপ এর তালিকা পাওয়া গিয়েছে।

যার মাধ্যমে গোপন তথ্য পাচার হচ্ছে পড়শি দেশ চীনে। এতদিন শুধুমাত্র আশঙ্কার কথাই প্রকাশ হচ্ছিল, এবার ইন্টেলিজেন্স সংস্থাগুলি কেন্দ্রের সঙ্গে ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে আলোচনা চালিয়েছে বলে জানা গেছে। এবং ভারত সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন, তাঁদের নিজেদের জীবন এবং মুঠোফোনের গোপনীয়তা বজায় রাখার জন্য নিজেদের মোবাইল থেকে বেশ কিছু অ্যাপ সরিয়ে ফেলতে হবে। সেই অ্যাপ এর তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই।

অ্যাপগুলি হল – TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo, WeChat, SHAREit, UC News, UC Browser, BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE, Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder, APUS Browser, VivaVideo- QU Video Inc, Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab), Mi Community, DU recorder, YouCam Makeup.

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser, DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah, CacheClear, DU apps studio, Baidu Translate, Baidu Map, Wonder Camera, ES File Explorer, QQ International, QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music, QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings, Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space.

অন্যদিকে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে চিনা অ্যাপ জুম এবং ঊই ট্রানস্ফার সহ একাধিক অ্যাপকে নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করেছে বলে জানা গেছে। তবে সম্প্রতি লাদাখ সীমান্তে ভারত এবং চীনের আন্তর্জাতিক সীমান্তের আবহাওয়া যেভাবে উত্তেজনাময় হয়ে উঠেছে, তাতে আগামী দিনে হয়তো আরও বেশকিছু চিনা অ্যাপ বাতিলের তালিকায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞমহল থেকে। যদিও চীনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে একথা ঠিক এই মুহূর্তে চীন আন্তর্জাতিক ক্ষেত্রে করোনার কারণে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। উপরন্তু ভারত সীমান্তে গন্ডগোলের জেরে এই মুহূর্তে বিশ্বজুড়ে চীনের সমালোচনা চলছে প্রবলভাবে। তার ওপর আবার এই অবস্থায় নতুন করে চিনা অ্যাপের আড়ালে চীনা ষড়যন্ত্রের কথা যেভাবে সামনে আসছে, তাতে চীনকে যে আরো বড় বিরম্বনায় ফেলতে চলেছে, সে কথা নিঃসন্দেহে বলা যায় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। আপাতত ভারত সরকার আগামীদিনে চীনের আগ্রাসী মনোভাবকে রোখার জন্য কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!