এখন পড়ছেন
হোম > রাজ্য > সাধারণ মানুষের কথা ভেবে ভাড়া বাড়াতে নারাজ সরকার, অন্য সুর জনতার গলায়! পরিবহন সঙ্কট চরমে!

সাধারণ মানুষের কথা ভেবে ভাড়া বাড়াতে নারাজ সরকার, অন্য সুর জনতার গলায়! পরিবহন সঙ্কট চরমে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি সেই বিধিনিষেধ তুলে দিয়েছে রাজ্য সরকার। আর তারপরেই অর্থনীতির কথা মাথায় রেখে যেভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির শুরু হয়েছে, তাতে ভাড়া না বৃদ্ধি করলে যে বাস চালানো সম্ভব নয়, তার দাবি সরকারের কাছে করতে দেখা গিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলোকে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এমনিতেই অসুবিধার মধ্যে রয়েছেন।

তাই এই সময় ভাড়া বাড়ানো কোনোমতেই উচিত হবে না। অর্থাৎ বাসের ক্ষতির দিক না দেখে সাধারন মানুষের প্রতি দরদ দেখিয়ে বাসভাড়া বাড়ানোর পথে হাঁটতে চাইছে না রাজ্য সরকার। তবে বাস ভাড়া বাড়িয়ে যে সরকার সাধারণ মানুষকেই বিপদের মুখে ফেলে দিচ্ছে, সেই বিষয়টি নিয়ে সাধারণের মধ্যে কিছুটা হলেও তৈরি হয়েছে ক্ষোভ। তাই অসুবিধা হলেও যাতে ভাড়া বাড়ানো যায়, তার জন্য অনেকেই আবেদন করতে শুরু করেছেন।

বস্তুত, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি বাসগুলোর যদি ভাড়া না বাড়ে, তাহলে তাদের পক্ষে বাস চালানো কোনোমতেই সম্ভব নয়। কেননা পেট্রোল এবং ডিজেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে বাসগুলো বসে থাকার কারণে রুজিরুটি সম্পূর্ণরূপে বন্ধ। তাই এখন ঘুরে দাঁড় করাতে বাসভাড়া বাড়ানোর বাধ্যতামূলক। আর সেই ব্যাপারে বারবার সরকারের কাছে নিজেদের আবেদন পেশ করেছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো। কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে সুর নরম করতে দেখা যাচ্ছে না। এক্ষেত্রে বারবার পরিবহনমন্ত্রী যুক্তি দিচ্ছেন, সাধারণ মানুষের অসুবিধা হবে। কিন্তু সাধারন মানুষরা যে বাস ভাড়া না বাড়লেও দীর্ঘ সমস্যার মুখে পড়ছেন, তা বলাই যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছানোর জন্য বাস ভাড়া না বাড়ার কারণে রাস্তায় পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। যার ফলে মানুষ তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না। তবে যদিও বা কিছু বাস পাওয়া যাচ্ছে, তারা সরকারের অনুমতি ছাড়াই অনেক ক্ষেত্রে বেশি ভাড়া নিয়ে নিচ্ছেন। স্বাভাবিক ভাবেই ব্যাপক হয়রানি সহ্য করতে হচ্ছে যাত্রীদের। তাই এই পরিস্থিতিতে কিছুটা হলেও বাস ভাড়া বৃদ্ধি করে অন্তত পরিষেবাকে সচল করা হোক বলেই দাবি জানাতে শুরু করেছেন জনতা জনার্দন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যতই মুখে বড়াই করা হোক না কেন, আদতে যে বাস্তবে সাধারন মানুষ এই বেসরকারি বাস মালিক সংগঠনগুলোর আবেদনের সরকার কর্ণপাত না করার জন্য যথেষ্ট অসুবিধের মুখে পড়ছেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, সাধারণ মানুষের পক্ষ থেকেই যখন বাস ভাড়া কিছুটা হলেও বৃদ্ধি করার জন্য আবেদন করা হচ্ছে, তখন সরকারের সেদিকে মনোযোগী হওয়া উচিত। কেননা এমনিতেও বাস ভাড়া বৃদ্ধি না করেও, অনেক ক্ষেত্রে বেসরকারি বাসগুলো রাস্তায় নামলে তারা অনেক বেশি ভাড়া নিয়ে নিচ্ছেন। সেদিক থেকে যদি সরকারের পক্ষ থেকে কিছুটা ভাড়া বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো যেমন রাস্তায় বাস নামাবে, ঠিক তেমনই সেই নির্দিষ্ট ভাড়ার বাইরে আর ভাড়াও নিতে পারবে না।

স্বাভাবিকভাবেই একদিকে সাধারণ মানুষ এবং অন্যদিকে সেই বাস মালিক সংগঠনের কথা মাথায় রেখে এখন সরকারকে কিছুটা হলেও বাস ভাড়া বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছেন সকলের। যদিও বা এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের একগুঁয়েমি অবস্থানের ফলে সাধারণ মানুষকেই অসুবিধায় পড়তে হবে বলে কটাক্ষ করছে সমালোচক মহলের একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!