এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধায়কের মন্তব্যে অস্বস্তি চরমে তৃণমূলের, মুখ বাঁচাতে “ভুল ব্যাখ্যা” দাবি দলীয় নেতাদের

বিধায়কের মন্তব্যে অস্বস্তি চরমে তৃণমূলের, মুখ বাঁচাতে “ভুল ব্যাখ্যা” দাবি দলীয় নেতাদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুরের অর্জুন সিং তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আর তারপরই ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টি ব্যাপক সাফল্য পেয়েছে। এদিকে এই ঘটনার পরেই মুকুল রায়, অর্জুন সিংহ সহ একাধিক হেভিওয়েট বিজেপি নেতার খাসতালুক হিসেবে পরিচিত যেহেতু উত্তর 24 পরগনা, তাই সেখানকার একাধিক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। যার মধ্যে অন্যতম ছিলেন ব্যারাকপুরে তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

সম্প্রতি তার একটি মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। যেখানে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “2021 এ ব্যারাকপুরে নতুন প্রার্থী আসবে। কাজ করবে। 10 বছর আমি আপনাদের সঙ্গে থেকেছি। যেটুকু করতে পারিনি, তা আমার অপদার্থতা।” স্বভাবতই এভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে তার এহেন মন্তব্যকে কেন্দ্র করে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছিল বঙ্গ রাজনীতিতে। তাহলে কি নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন এককালের মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শীলভদ্র দত্ত? পরবর্তীতে অর্জুন সিংহের শীলভদ্র দত্তকে নিয়ে আরও একটি মন্তব্য ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। যেখানে শীলভদ্র দত্তকে “ভালো লোক” বলে তার বিজেপিতে আসার দরজা খোলা আছে বলে জানিয়ে দেন অর্জুন সিংহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমতাবস্থায় মুকুল রায় যখন বিজেপিতে বড়সড় জায়গা পেয়েছেন, তখন শীলভদ্র দত্ত সহ তৃণমূলে থাকার সময় যারা মুকুল রায়ের অনুগামী ছিলেন, তারা বিজেপিতে যোগদান করতে পারেন বলে দাবি করছেন একাংশ। তবে শীলভদ্র দত্তের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়লেও, এবার এই ব্যাপারে অন্য এক যুক্তি দিলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। সূত্রের খবর, এদিন পার্থবাবু বলেন, “আমাদের শীলদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। তিনি নিজে প্রত্যেকবার বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি বেঁচে আছেন। সেই শিলদা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে দিয়ে অন্য কোনো দল করবেন, এটা অসম্ভব এবং বাস্তব কথা।” কিন্তু কিছুদিন আগে যেভাবে শীলভদ্র দত্তের মত তৃণমূল বিধায়ক আগামী বিধানসভা নির্বাচনে নতুন প্রার্থী হচ্ছে বলে জানিয়েছেন, তাতে তো সেটা তার দল ছাড়ারই ইঙ্গিত! নাকি এর পেছনে অন্য কোনো যুক্তি রয়েছে!

এদিন এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শিলদা এমন কিছুই বলেননি, যাকে কেন্দ্র করে দল ছাড়ার জল্পনা হতে পারে। তার মন্তব্যকে ঘুরিয়ে তুলে ধরে একটা অপব্যাখ্যা করা হচ্ছে।” তবে পার্থ ভৌমিক যে কথাই বলুন না কেন, শীলভদ্র দত্ত যদি তৃণমূল কংগ্রেসে থাকেন, তবুও তিনি কতটা সক্রিয় থাকবেন, তা নিয়ে এখন বিস্তর জল্পনা ছড়িয়ে পড়েছে। কেননা দলের ওপর অভিমানের কারণেই তিনি যে এই ধরনের কথা বলেছেন, সেই বিষয়টি কার্যত নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে।

তাই এমত পরিস্থিতিতে তার মান ভাঙানোর চেষ্টা করে “তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক” বলে পার্থ ভৌমিক দাবি করলেও, শীলভদ্র দত্তের রাজনৈতিক অনুভূতি কি বলে, তা অবশ্যই দেখার বিষয়। সব মিলিয়ে তৃণমূলেই থাকেন, নাকি ভবিষ্যতের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!