এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষক নেতার ওপর পুলিশের নির্যাতন গর্জে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি

শিক্ষক নেতার ওপর পুলিশের নির্যাতন গর্জে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিক্ষক আন্দোলনের নেতা মইদুল ইসলামের ওপর প্রবল হেনস্থা চলে পুলিশের। গতকাল রাত এগারোটার সময় শিক্ষক নেতা মইদুল ইসলামকে গ্রেফতার করার চেষ্টায় বেলেঘাটায় তাঁর শ্বশুর বাড়িতে উপস্থিত হয় পুলিশ। তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি চলে, চলে মারধর, ভাংচুর। শেষ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তবে, তাঁর শ্বশুর বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশ। বিকাশ ভবনের সামনে পাঁচজন শিক্ষিকার বিষপানের ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে তাকে গ্রেপ্তারে সচেষ্ট হয়েছে পুলিশ। এবার এই ইস্যুতে গর্জে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, এ বিষয় নিয়ে রাজ্য বিজেপির বলার মত কিছুই নেই। এই সরকার যে ধরণের স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে কাজ করে, তাতে কারো কথা শুনতে রাজি নয় এই সরকার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, সরকারি কর্মচারীরা সমস্ত দিক থেকে বঞ্চিত। বিক্ষোভ আন্দোলনের মধ্য দিয়ে তারা নিজেদের বক্তব্য তুলে ধরছেন। একই ধরনের আন্দোলন যদি বিশ্বভারতীতে হয়, তাহলে সরকার তাকে সমর্থন করে। শিক্ষক,কর্মচারী, আর পুলিশেরা যদি নিজেদের অধিকারের জন্য আন্দোলন করে, তখন তাদের বদলি করে দেয়া হচ্ছে। তাদেরকে ভয় দেখানো হচ্ছে। পুলিশ দিয়ে তাদের তুলে আনা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরো জানান যে, গণমাধ্যমের লোকেরা যদি সরকারের সমালোচনা করে, তবে রাত একটার সময় তাকে তুলে আনা হচ্ছে। তাকে ভয় দেখানো হচ্ছে, যাতে কেউ সমালোচনা না করেন। সরকার যা ইচ্ছে তাই করতে পারে। তিনি অভিযোগ করেছেন, পুলিশের ওপর মুখ্যমন্ত্রীর কোন নিয়ন্ত্রন নেই। পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষা না করে পার্টির সেবা করে যাচ্ছে। সমাজে চোর,ডাকাত, গুন্ডা, বদমাইশদের দাদাগিরি চলছে। তার প্রতিবাদ করতে গেলে তাদের ওপর ডান্ডা মারা হচ্ছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরো জানান যে, শিক্ষকদের যেভাবে বদলি করে দেয়া হচ্ছে, তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। তাই তারা প্রতিবাদ করতে এসেছিলেন, বিষ খেয়েছিলেন। এর থেকে দুরবস্থা আর কি হতে পারে? এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে জব্দ করে দেবার চেষ্টা চলছে। এভাবেই শিক্ষক নেতার ওপরে পুলিশের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আবার শিক্ষক নেতা মইদুল ইসলাম তাঁর ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আদালতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!