এখন পড়ছেন
হোম > রাজ্য > সময়সীমায় বড়সড় ছাড়, রাজ্যে বিধি-নিষেধ নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী? জেনে নিন!

সময়সীমায় বড়সড় ছাড়, রাজ্যে বিধি-নিষেধ নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করার পরেই তা দমন করতে উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার। লকডাউন না হলেও একাধিক ক্ষেত্র বন্ধ করে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ইতিমধ্যেই কিছুটা হলেও বাংলায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে দ্বিতীয় ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়তে পারে বলে আতঙ্ক তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হলেও সম্পূর্ণরূপে কবে বিধিনিষেধ তুলে দেওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে অবশেষে আবার সাংবাদিক সম্মেলন করে বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন রাত্রিকালীন যে কারফিউ করা হয়েছিল, তার সময়সীমা অনেকটাই কমিয়ে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নাইট কারফিউয়ের সময়সীমা কমিয়ে দেওয়ার কথা জানিয়ে দেন তিনি। মূলত, এতদিন রাত্রি নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ লাগেছিল যে সময় রাস্তাঘাটে কেউ বের হতে পারতেন না। এমনকি কেউ রাস্তাঘাটে বের হলে পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হত। কিন্তু এবার নানা মহলের পক্ষ থেকে আবেদন পেয়ে সেই কারফিউয়ের সময়সীমা কমিয়ে আনার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাত নটার বদলে 11 টা থেকে ভোর 5 টা পর্যন্ত এই নাইট কারফিউ বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি আগামী 31 আগস্ট পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ বহাল থাকবে বলেও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞরা বলছেন, একেবারে সমস্ত বিধিনিষেধ তুলে দিয়ে পরিস্থিতিকে সঙ্কটজনক করতে চাইছে না রাজ্য সরকার। সেইজন্য ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করার পদ্ধতি গ্রহণ করেছে প্রশাসন। তাই সেই কারণে বিভিন্ন ক্ষেত্র ধীরে ধীরে সচল করার উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে তাদের। এক্ষেত্রে নাইট কার্ফু রাত ন’টা থেকে শুরু হয়ে যাওয়ার কারণে অনেকেই বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বের হতে পারতেন না। যার জেরে সাধারণ মানুষকে অনেকটাই সমস্যার মুখে পড়তে হত। তবে এবার সেই সমস্যা নিরসন করে করোনা ভাইরাস যাতে চোখ রাঙাতে না পারে, তার জন্য 31 আগস্ট পর্যন্ত রাজ্য বিধিনিষেধের কথা জানিয়ে দেওয়া হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!