এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সন্ধ্যের পর যাদের পা টলমল করে, তাদের নির্বাচনের কাজ থেকে দূরে রাখুন।” প্রকাশ্য সভায় বিস্ফোরক সৌগত! বিতর্ক তুঙ্গে!

“সন্ধ্যের পর যাদের পা টলমল করে, তাদের নির্বাচনের কাজ থেকে দূরে রাখুন।” প্রকাশ্য সভায় বিস্ফোরক সৌগত! বিতর্ক তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সাথে সাথেই বিভিন্ন সভা সমিতির দিকে নজর রাখতে শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেননা নির্বাচনের মরসুমে রাজনীতিবিদদের নানা বক্তব্য নিয়ে শুরু হয় চর্চা। অনেকেই নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে চলে আসেন। রাজ্য জুড়ে যাকে নিয়ে তৈরি হয় আলোড়ন। এমনিতেই এবারের লড়াই খুব একটা সহজ নয়। হাড্ডাহাড্ডি টক্কর হতে পারে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে।

আর এই পরিস্থিতিতে যে কোনো দলের রাজনৈতিক নেতা-নেত্রীরা যদি বিতর্কিত মন্তব্য করেন, তাহলে তা বিপক্ষ দলের কাছে হাতিয়ার হিসেবে দাঁড়িয়ে যায়। আর এই পরিস্থিতিতে ভোটের মরসুমে রীতিমত বিতর্কিত মন্তব্য করে শোরগোল তুলে দিলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। যেখানে সন্ধ্যের পর যাদের পা টলমল করে, তাদের নির্বাচনের কজ থেকে দূরে রাখতে হবে বলে হুশিয়ারি দিতে দেখা গেল তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, রবিবার বাগুইহাটির একটি সিনেমা হলে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশিষ্ট সংগীত শিল্পী অদিতি মুন্সির সমর্থনে একটি কর্মীসভার আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল সাংসদ বর্ষীয়ান নেতা সৌগত রায়। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেন এই তৃণমূল নেতা। তিনি বলেন, “সন্ধ্যের পর যাদের পা টলমল করে, তাদের নির্বাচনের কাজ থেকে দূরে রাখুন।” স্বভাবতই প্রবীণ তৃণমূল নেতার এই ধরনের বক্তব্য এখন যে অনেকের কাছে হাতিয়ার হয়ে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে।

ইতিমধ্যেই সৌগত রায়ের এই মন্তব্যকে নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। একাংশ বলতে শুরু করেছেন, হয়ত বা এটাই তৃণমূল কংগ্রেস। তাদের দলের একাংশের সন্ধ্যের পর সত্যিই হয়তো পা টলমল করে। আর তাই সৌগত রায়ের মত প্রবীণ নেতাকে এই ধরনের কথা বলে দলের একাংশকে সতর্ক করে দিতে দেখা গেল বলেই দাবি করছেন বিরোধীরা। স্বাভাবিক ভাবেই ভোটের মরসুমে তৃণমূল সাংসদের এই ধরনের মন্তব্য এখন যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় যে তৃণমূল কংগ্রেসের কাছেই, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!