এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সংগঠন বা উন্নয়নে আর আস্থা নেই? দিদিকে জেতাতে অনুব্রতর মহাযজ্ঞ ঘিরে হাজারো প্রশ্ন দলেই!

সংগঠন বা উন্নয়নে আর আস্থা নেই? দিদিকে জেতাতে অনুব্রতর মহাযজ্ঞ ঘিরে হাজারো প্রশ্ন দলেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিভিন্ন জেলার মধ্যে তৃণমূলের সংগঠন সবথেকে বেশি শক্তিশালী বীরভূম জেলায়, তৃণমূলের অন্দরমহলে কান পাতলেই অন্তত সেকথা শোনা যায়। আর বীরভূম জেলায় সংগঠন শক্তিশালী হওয়ার পেছনে রয়েছে অনুব্রত মণ্ডলের অবদান। বিরোধীদের চমক, ধমক দেওয়া থেকে শুরু করে নিজের দলের নেতাদের সতর্ক করে দেওয়া, অনুব্রতবাবু যেন বীরভূমের তৃণমূলের শেষ কথা। নেত্রীর প্রতি আনুগত্য স্থাপন করে বারবার প্রমাণ করেছেন নিজের জেলার সংগঠন কতটা শক্তিশালী!

কিছুদিন আগেই অমিত শাহের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোলপুরে পদযাত্রা করলেন, তখন সেখানে জনসমাগম করিয়ে রীতিমত সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তবে আসন্ন বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে চ্যালেঞ্জ। দিনকে দিন বিজেপি চাপ বাড়াতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে সাংগঠনিক নেতা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল 200 আসন নিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, তার জন্য মা কালীর কাছে প্রার্থনা করতে শুরু করেছেন।

সূত্রের খবর, 2021 এর বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেতে এবার রীতিমত যজ্ঞ করতে উদ্যত হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। জানা গেছে, বুধবার বোলপুরে কঙ্কালীতলায় কঙ্কালী মায়ের সামনে যজ্ঞ করবেন অনুব্রত মণ্ডল। যার নাম দেওয়া হয়েছে মহাবিজয় যজ্ঞ। আর অনুব্রত মণ্ডলের এই যজ্ঞের জন্য এলাহী আয়োজন ব্যবস্থা করা হয়েছে। এক কুইন্টাল 11 কেজি বেলকাঠ, তিন টিন ঘি এবং 1001 একটি বেলপাতা পোড়ানো হবে। যজ্ঞ করবার জন্য 12 জন পুরোহিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর নিজে দাঁড়িয়ে থেকে এই যজ্ঞ করবেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই নির্বাচনে সাফল্য পেতে মানুষ যখন শেষ কথা বলে এবং মানুষের দরবারে যাওয়া উচিত বলে দাবি করেন বিশেষজ্ঞরা, তখন অনুব্রত মণ্ডল এইভাবে মা কালীর কাছে যজ্ঞ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় সাফল্য কামনা করার উদ্যোগ নিলেন, তা রীতিমত নজিরবিহীন বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

তবে এটা অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার মায়ের কাছে প্রার্থনা এবং যজ্ঞানুষ্ঠান করতে দেখা গেছে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আর এবার নিজের দলের সাফল্য কামনা করে রীতিমত মহাবিজয় যজ্ঞ করার উদ্যোগ নিলেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “বিধানসভা ভোটে দল যাতে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে, তার জন্য মহাযজ্ঞের আয়োজন করেছেন কেষ্টদা।” তবে বিরোধীরা অবশ্য অনুব্রত মণ্ডলের এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়ছেন না।।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, “মানুষ যা বোঝার এতদিনে বুঝে গিয়েছে। তাই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল যতই যজ্ঞ করুক, কিছুতেই কোনো কাজ হবে না।” তবে বিশ্লেষকদের একাংশ অবশ্য বলছেন, অনুব্রত মণ্ডল বুঝতে পেরেছেন, এবারের নির্বাচন খুব একটা সহজ হবে না তৃণমূল কংগ্রেসের কাছে। আর সেই কারণেই মানুষের দরবারে যাওয়ার পাশাপাশি এবার মায়ের দরবারেও যেতে দেখা যাচ্ছে তাকে। যেখানে ভগবানের কাছে প্রার্থনা করে এই রকম যজ্ঞানুষ্ঠানের মধ্যে দিয়ে নিজের দলের সাফল্য কামনা করতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। তবে শেষ পর্যন্ত তিনি নিজের দলের সাফল্য কামনা করে এই যজ্ঞানুষ্ঠান করলেও ভগবান অনুব্রতবাবুর কথা কতটা শোনেন, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!