এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সভাপতি হতেই একের পর এক চ্যালেঞ্জ, বিদ্রোহ সামলাতে টনিক সুকান্তর!

সভাপতি হতেই একের পর এক চ্যালেঞ্জ, বিদ্রোহ সামলাতে টনিক সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই একের পর এক বিদ্রোহের সম্মুখীন হতে হচ্ছে সুকান্ত মজুমদার। দলের রাজ্য কমিটি গঠন হওয়ার পর সেই বিদ্রোহ আরও বেড়েছে। মতুয়া সম্প্রদায়কে জায়গা না দেওয়ার কারণে ক্রমাগত একের পর এক গুরুত্বপূর্ণ নেতা থেকে শুরু করে বিধায়করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করতে শুরু করেছেন। বর্তমানে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন।

যার জেরে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। অনেকেই বলছেন, যদি সুকান্ত মজুমদার এই ক্ষোভ প্রশমন করতে না পারেন, তাহলে রাজ্য সভাপতি হিসেবে তিনি ডাহা ফেল হয়ে যাবেন। আর এই পরিস্থিতিতে এবার শান্তনু ঠাকুরের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে কৌশলী মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “এখনও সম্পূর্ণ রাজ্য কমিটি গঠন হয়নি। খুব তাড়াতাড়ি তা গঠিত হয়ে যাবে। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই গোটা বিষয়টি দেখবেন।” বিশেষজ্ঞরা বলছেন, সুকান্ত মজুমদার এই কথা বলে বিদ্রোহী নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বার্তা দেওয়ার চেষ্টা করলেন।

তিনি বোঝাতে চাইলেন, রাজ্য কমিটি গঠনের কাজ এখনও অবশিষ্ট রয়েছে। তাই কেউ যাতে বিদ্রোহী মনোভাব পোষণ না করেন। পাশাপাশি এই গোটা বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখবে বলেও সকলকে আশ্বস্ত করার চেষ্টা করলেন রাজ্য বিজেপির সভাপতি। তবে যেভাবে বিজেপিতে বিদ্রোহ বাড়ছে, তাতে সুকান্ত মজুমদার শেষ পর্যন্ত ড্যামেজ কন্ট্রোল করতে কতটা সক্ষম হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!